নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সমাজ কি সভ্যতার বিপরীতে যাচ্ছে?

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

একটি প্রশ্ন আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় আর জানতে ইচ্ছে করে যে, সমাজে নারী অধিকারের কথা বলে নারীদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?
নারীদের অধীকার বলতে কি শরীরের দুই তৃতীয়াংশ সমাজের সামনে ঢালাওভাবে প্রকাশ করা?
আমাদের দেশে নারীদের অধীকার আদায়ের আন্দোলন চলে আর কোন দেশে Topless Day পালন করা হয়।
এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি নারীর মর্যাদা বাড়ায়?
একজন নারী যখন কোন অফিসে চাকরী করে কেউ তাতে বাধা দেয় না, ব্যাংকে চাকরী করে কেউ বাধা দেয় না, ব্যাবসা-বানিজ্য পরিচালনা করে তাতেও কোন সমস্যা নাই...
শুধু একটা বিষয় চিন্তা করে দেখা প্রয়োজন আর তা হচ্ছে সমাজ কি সভ্যতার বিপরীতে যাচ্ছে?
ভূল হলে ক্ষমা করবেন আর ভূল ভাঙ্গিয়ে দিলে আরো বেশি খুশি হবো...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০১

ওমেরা বলেছেন: জী আমরা অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি ।আপনার ভুল হয়নি তবে কেউ কেউ আপনাকে নারী বিদ্ধেষী বলতে পারে ।

২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২০

আবু মুছা আল আজাদ বলেছেন: সমাজ কখনো সভ্যতার বিপরিদ যায় না। আমি যেটাকে অসভ্যতা বলছি অন্যজন সেটার জন্যই সমাজকে সম্পমুখে পরিচালনা করে নেয়ে যাচ্ছে। যা অগ্রসর হয় তাহল একে সময় একেক দৃষ্টিভঙ্গির মানুষের জন্য।
আপনি যদি মনে করেন এখন সমাজ অসভ্যতার দিকে যাচ্ছে তখন এটিও মনে করতে হবে যে বর্তমান সমাজে আপনার কোনই প্রভাব নেই।

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি মানব সমাজের পরিবর্তনের সাথে তাল মিলাতে পারছেন না, বিশ্ব এভাবেই চলে আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.