নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলা তরজমা হুজুর

০২ রা মে, ২০১৭ সকাল ৯:২৮

বিসমিল্লাহির রাহমানির রাহীম
লিখালিখি বাদ দিয়ে দিছিলাম কিন্তু আজকাল দু'একজন বাংলা তরজমা হুজুরদের বাড়াবাড়ি দেখে নিজেকে আর সামলাতে পারলামনা।
ঐক্যের কথা বলেন?
আপনি কে?
কি আপনার পরিচয়?
ইসলাম ধর্ম নয় শুধু ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামতের একটি অংশ।
আল্লাহ মানেনা এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুবই কষ্টকর, শুধু আল্লাহ আর কোরআনের আইন মানার নাম ইসলাম নয়।
ইসলাম হচ্ছে হযরত মুহাম্মদ (সাঃ) এর সকল গুনাগুন মেনে তার প্রতি সঠিক সম্মান এবং ভালোবাসা রেখে তার মাধ্যমে আল্লাহ তা'য়ালার এবাদত করা।
যদি কেউ হযরত মুহাম্মদ (সাঃ) এর সকল গুনাগুন মেনে তার প্রতি সঠিক সম্মান এবং ভালোবাসা রেখে তার মাধ্যমে আল্লাহ তা'য়ালার এবাদত করে তাহলে কি আল্লাহর হুকুমের উলটোভাবে গেল?
না।
হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা মোতাবেক জীবন পরিচালনার নামই হছে ইসলাম।
বাংলা তরজমা পড়ে হুজুর হয়েছেন, আপনি কেমনে বুঝবেন হযরত মুহাম্মদ (সাঃ)) কি?
আরে কোরআন এর বাংলা তরজমাতো শিক্ষা দিছে অই হিন্দু ব্যাক্তি গিরিশ চন্দ্র সেন।
(তাকে আমি ধন্যবাদ জানাই যে, সে একজন হিন্দু হয়েও এই মহৎ কাজ করেছে বলে)
আমার কথা হচ্ছে যদি বাংলা তরজমা পড়ে কোরআন জানা যেতো তাহলে গিরিশ চন্দ্র সেন কেন মুসলমান হলো না?
আর আপনারা কি বুজাতে চান যে, অতীতে আলিম ওলামা যারা ছিলেন সবাই অন্ধকারে নিমজ্জিত ছিলেন?
কথা বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবেন। তা না হলে একদিন দেখবেন ঐ মুখটাই নাই কথা বলার জন্য।
সাবধান করে দিলাম, নতুন ইসলাম নিয়ে সমাজ ধংস করবেন না।
ভুলে গেছেন নাকি গোলাম আহমদ কাদিয়ানীর কথা? সেও এসেছিলো নতুন ইসলাম নিয়ে শেষ পর্যন্ত নর্দমার কীট হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
ভুল হলে ক্ষমা করবেন।
আল্লাহ আমাদের সবাইকে জানার এবং বুজার তৌফিক দান করুন,
আমিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:১১

জল্লু ঘোড়া বলেছেন: গিরিশচন্দ্র সেনের বাংলা অনুবাদ এখন ফলো করে কে? এখন তো অনেক বিখ্যাত আলেম,মুফতিরা কুরআন অনুবাদ করছে। আর কোনো অনুবাদই আরবি কুরআনের ধারে কাছে যাবে না এটা ঠিক। তাই কুরআন বুঝতে হলে আরবি জানা জরুরী। তবে সাধারণ পাবলিকের জন্য অনুবাদ যথেষ্ট।

০২ রা মে, ২০১৭ সকাল ১০:৫৬

মাজিদুল ইসলাম বলেছেন: ঠিক ভাই।

আসলে বর্তমানে আমাদের সমাজে কিছু লোক ঐ বাংলা তরজমা পড়েই ফতোয়া দিয়ে দেয়।
আল্লাহ সবাইকে জানার তৌফিক দান করুন।

২| ০২ রা মে, ২০১৭ দুপুর ১২:২৩

হাফিজ রাহমান বলেছেন: অসম্ভব রকমের যুগোপযুগী পোষ্ট। স্বশিক্ষিত অর্ধ মোল্লাদের দৌড়াত্ম আজ বেশ বেড়ে গেছে। তাদের এ মাতামাতি দমানো প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্ট দেবার জন্য। ভাল থাকুন।

০২ রা মে, ২০১৭ দুপুর ১:১৪

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.