নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

লিমিটেড বাংলাদেশী...

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

ফেব্রুয়ারী-মার্চ-ডিসেম্বর এই তিন মাস আসলেই তথাকথিত বুদ্ধিজীবিরা বিভিন্ন স্যোশাল মিডিয়া-ওয়েবসাইটের প্রোফাইল পিকচার এবং স্ট্যাটাস আপডেট নিয়ে ব্যাস্থ হয়ে যান।
দেশ প্রেমের ধরণ দেখে মনে হয় এরা না থাকলে মনে হয় বাংলাদেশের অবস্থানই থাকতো না। এরা এতাটাই দেশ প্রেমিক যে, দেশের স্বার্থে এরা নির্দিষ্ট দিনগুলোতে দেশ প্রেম দেখানোর জন্য পরণের কাপড় লাল-সবুজ, মাথায় লাল-সবুজ পতাকা।
বর্তমানেতো দেখা যায়, প্যান্ট লাল-সবুজ, জুতাও লাল-সবুজ (যা অতিরঞ্জিত এবং দেশের সম্মান নষ্ট করে)...
বাকী থেকে যায় আন্ডার-ওয়্যার...

আর নির্দিষ্ট দিনে দেশ প্রেম দেখানোর জন্য করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আবার ২-১ টা দেশীয় গান-নৃত্য হওয়ার পরেই শুরু হয় বিদেশী গান-ড্যান্স!!!.....


আর এই নির্দিষ্ট দিনগুলো শেষ হলেই দেখা যায়, মেয়েরা পশ্চিমা স্টাইলে চলা-ফেরা করে আর ছেলেরা তাদের পিছনে ঘুরতে থাকে।
আর স্যোশাল মিডিয়া-ওয়েবসাইটের প্রোফাইল পিকচার এবং স্ট্যাটাস আপডেটেও আসে ভিন্ন মাত্রা।


আমরা আসলেই অকৃতজ্ঞ জাতী। তা না হলে শুধুমাত্র নির্দিষ্ট দিনগুলোতে স্মরণ না করে সবসময়ই দেশের জন্য কাজ করতাম।
আমার জানা মতে পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশেই আছে যার নাগরিক নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এতো রক্ত দিয়ে দেশ এবং ভাষার স্বাধীনতা অর্জন করেছ। কিন্তু এই আমরাই একমাত্র জাতী যারা, নিজেদের বাংলাদেশী পরিচয় দিতে লজ্জাবোধ করি।
কাপড়ের কথা বললে বলি বিভিন্ন বিদেশী ভ্রান্ডের নাম, মার্কেটিংয়ে চলে দেশের ভাইরে। অসুস্থ হলেই চলে যান সিঙ্গাপুর না হয় অন্য কোন দেশে।

লিমিটেড দেশ পেমিক না হয়ে দেশের জন্য কিছু একটা করার চেষ্টা করুন প্লিজ। স্যোশাল মিডিয়া-ওয়েবসাইটের প্রোফাইল পিকচার এবং স্ট্যাটাস আপডেটই দেশ প্রেম নয়। আমাদের কালচার, চাল-চলন, আমাদের কথা-বার্তায় আমাদের দৈনন্দিন কাজ-কর্মে এমনকি সর্বক্ষেত্রে দেশ প্রেম থাকার প্রয়োজন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

লাল মাহমুদ বলেছেন: সিজেনাল দেশপ্রেমিক বলে কথা,,,,

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক দিন্যা দেশপ্রেমিকে দেশ ছেয়ে গিয়েছে...

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

আখেনাটেন বলেছেন: সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কিছু করতে চাইলেই হবে। যারা ভণ্ড তাদের হাজারো পরামর্শ দিয়েও কাজ হবে না। তাদের এটাই পেশা ও নেশা। তবুও বলতে হয় অনাচারের বিরুদ্ধে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

আমি তনুর ভাই বলেছেন: more appreciating blog! Great internet site! It looks extremely good! Maintain a good job!| you are rocking man…!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাক।।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.