|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আগেই সবার কাছে ক্ষমা,,, চেয়ে নিলাম,,,, পোস্ট টি করার জন্য,,, বাস্তব তুলে,, দরলাম,,, কেউ খারাপ চোখে দেখবেন না,, আসা করি সবাই পড়বেন,, এবং সবার মতামত জানাবেন
#মেয়েরা_____বড়ই____অবলা!!
.
আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স!!
↓
২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি এটা প্রয়োজন হয়ে দাড়ায়!! কিছু মাস বা ১/২ বছর পর এমন এক পরিস্থিতি দাড়ায়,, এক জিনিস কয়দিন ভালো লাগে??? নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ!!
.
কিন্তু এটা চরম সত্য যে,, ৯৮% ছেলেই কোন স্বার্থ ছাড়া শারীরিক সর্ম্পকের পর কোন মেয়েকে তার ঘরের বউ হিসেবে মেনে নিতে চায়না !! ( আমি একজন ছেলে হয়েও সত্যি টা আজ উপস্থাপন করলাম।)
.
#মেয়েদের_বলছিঃ আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম,, একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড়, পরিবারকে রাজি করানো, মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার,, এর পর সে তোমাকে পাবে,
↓
এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে??? বিয়ে না করে ২টা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে!! 
↓↓
★ বোন গো,, নিজেকে সস্তা করো না!! বোন,, তুমি নিজেও জানোনা যে, তুমি তোমার মা-বাবার কত দামী আর কত কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ!!
!!
!!
#ছেলেদের_বলছিঃ যে মেয়েটার ক্ষতি করছো,, করো!! একবার ভাবো, তোমার আদরের লক্ষি বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটি আনিস,, আর তুমিও তাকে অনেক ভালোবাস!!
↓
অনেক কষ্ট করে খুজে একটি ভাল পাত্র জোগার করলে তাকে সুখি দেখতে চাও!! এখন সে এসে বললো ভাইয়া নেটে আমার ভিডিও আসছে!!
★ও ভাই,, কেমন লাগবে তোমার ভিতরটায়???
(( তাই বলি, আসো সময় থাকতে সাবধান হই!! আসো আমরা একটু ভাবি!! আসো আমরাই শুরু করি,, একদিন সমাজটাই পাল্টে যাবে!!))
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ০৩ রা ডিসেম্বর, ২০১৭  রাত ১১:০৫
০৩ রা ডিসেম্বর, ২০১৭  রাত ১১:০৫
মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ...
২|  ০৩ রা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
০৩ রা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
নতুন বলেছেন: সমস্যাটা হইলো সমাজের দৃস্টিভঙ্গী নিয়ে। 
পুরুষ আর নারী দুইজনে মিলেই সেক্স করে থাকে.... তাইলে দোষ তো দুইজনের সমান নাকি? 
আপনি শুধুই নারীকে সাবধান হইতে বললেন? 
বিয়ের আগে পুরুষ যদি শারিরিক সম্পক` করে সে কি নস্ট হয়ে যায় না একজন নারীর মতন? 
যদি একজন পুরুষ বিয়ের আগে কয়েকজন নারীর সাথে শারীরিক সম্পকের পর কুমারীকে বিয়ে করতে পারে এবং তাতে যদি সংসারে সমস্যা না হয় তবে নারীর আগে অভিঙ্গতা থাকলে কেন সমস্যা হবে? 
অবশ্যই আমি প্রতারনা মুলক শারিরিক সম্পককে` উতসায়িত করবো না। ছেলে বা মেয়ে উভয়ের জন্যই সেটা বড় মানুষিক যন্ত্রনার বিষয়। 
স্বতীত্ব কেবল একটা পদা` না.... বিয়ের পরেও অনেকে পরকিয়া করে, দরকার কমিটমেন্ট.।
যদি কেউ ভালো বেশে কাছে আসে তাদের মাঝে ভালোবাসা থাকে সেখানে সব কিছুই হতে পারে...সেটা দোষের কিছু হওয়া উচিত না। 
কিন্তু বিয়ের আগে শারিরিক সম্পক` থাকলে সেখানে ছেলে বা মেয়ে দুজনই কাবিন নামায় কুমারী অপসনটাতে ক্রস দেবে সেই সাহসটুকু থাকা উচিত.... নয়তো সেটা প্রতারনা... 
আর বিয়ের প্রলোভনে ধষ`নে যেই অভিযোগে ছেলেদের হয়রানি করে সেটাও বন্ধ হওয়া উচিত।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৭  রাত ১১:০৫
০৩ রা ডিসেম্বর, ২০১৭  রাত ১১:০৫
মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৩
০৩ রা ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: আমি এই বিষয় নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম।
যতই লিখুন লাভ নেই। কিছু নির্বোধ চিরকালই থাকবে।