নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী ভাইরা নাকি "বালের কামলা "

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

ছোট বেলায় পড়েছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কিসের বিজয় দিবস পালন করেন আপনি ?? কোটি টাকা খরচ করে ঢাক ঢোল পিটিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত হওয়া ৭১ সেই শহীদ দের আমরা সম্মান দেখাই। তাদের কবর এর পাশে ফুল রেখে তাদের স্বরন করি। কিন্তু যারা জীবন্ত দেশের অর্থনীতি সচল রাখার জন্য, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য মাসের পর মাস, বছরের পর বছর দেশ ও পরিবারের জন্য নিজের জীবন যৌবনকে শহীদ করে দিচ্ছে তাদের জন্য কি এতটুকু সম্মান প্রাপ্য নয় কি? ? তাদের ঐ ত্যাগের বিনিময়ে তারা আমাদের কাছে একটু সম্মান ও কি পেতে পারেনা???
প্রশ্ন থাকলো জাতির কাছে।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি
দয়া করে লাইক নয় শেয়ার করবেন। ১৫/১২/২০১৭ ইং তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক প্রবাসী ভাইয়ের ব্যাগ রাখা কে কেন্দ্র করে ঐ প্রবাসী ভাইকে "" যোগ্যতাহীন,,,,,, বালের কামলা"" বলে গালি দিয়েছে বিমান বন্দরে দায়িত্বে থাকা এই পুলিশ ও আনসার কর্মকর্তা।
প্রবাসী ভাইরা নাকি "বালের কামলা " যোগ্যতা নাই বিধায় তারা নাকি বিদেশ গিয়ে "কামলা" দিয়ে খায় । আর ওনারা যোগ্যতা সম্পন্ন লোক তাই ওনাদের পজিশন অনেক বড়। বেশি ওজনে কারনে লোকটি তার ব্যাগটা বহন করতে পারছিল না। এক পার্শ্বে রেখেছিল ব্যাগটা।এই সামান্য কারণে এত খারাপ ব্যবহার করতে হবে?
প্রবাসী ভাইকে এসব কথা এবং গালিগালাজ করে চুড়ান্ত ভাবে অপমানিত করে দায়িত্বে থাকা ঐ দুই কর্মকর্তা , এমন সময় জনগন ই কর্মকর্তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
আমারা প্রবাসীরা এদের সুনিদষ্ট বিচার চাই
প্রবাসীদের পক্ষ থেকে এই জানোয়ার দের বিচার চাই

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

জুলিয়ান এসাঞ্জ বলেছেন: এ গুলাই হচ্ছে সমাজের আসল কিট। দেশের প্রবেশদ্বারে পুলিশের এ অবস্থা হলে বাকি গুলান কিরাম আছে আন্দাজ নিতে পারেন। অবশ্য সব কটা যে খারাপ তা বলছিনা। ভাল মন্দ নিয়েই সব। তার পরেও এগিয়ে যাক বাংলাদেশ। সে দোয়া করি।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

মাজিদুল ইসলাম বলেছেন: ভাই এদেরকে আইনের আওতায় না আনতে হবে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: ইনারা আসলে ভুলে যান সরকার তাদের পুষছে জনগনের টাকায়।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

মাজিদুল ইসলাম বলেছেন: আসলেই ভাই।
ধন্যবাদ

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিন্দা জানাই,
প্রবাসী ভাইদের তিরস্কার করার
বিচার চাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুলিশ তুমি মানুষ হও।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

বনসাই বলেছেন: ছোটোবেলায় পড়া- কুকুরের কাজ কুকুর করেছে/ কামড় দিয়েছে পায়... কবিতাটি মনে পড়লো।

আর তাই 'বালের পুলিশ' বলা মানুষের শোভা পায় না।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


সব ধরণের পুলিশ, হলো বাংলাদেশের ডাকাড়, ঘুষের পঁচা বস্তা; ওদের ব্উগুলো কষ্টকর জীবন যাপন করে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

সাইন বোর্ড বলেছেন: ১৬ কোটি গোল্লায় যাক, এরা জীবিত থাক; ক্ষমতার স্বাদ নিয়ে নির্ভয়ে অনেকটা পথ হাঁটা যাবে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

মোঃ ইমরান আখন্দ বলেছেন: হয়তো সেই পুলিশ ও তার দোসর নিজের অজান্তে দেশদ্রোহীতার কাজ করেছে অথবা এরা আসলেই দেশের ভেতর বিদেশী এজেন্ট, তাই প্রবাসীদেরকে নাজেহাল করে দেশের অর্থনীতির চাকাকে নষ্ট করার পায়তারা করছে। প্রধানমন্ত্রীসহ সকল সংসদ সদস্যকে এ ব্যপারে এখনই সজাগ হতে হবে, নচেৎ ওরা এভাবেই দেশকে উল্টোপথে চালাবে। ফলে সংসদ সদস্যদের বর্তমান মর্যাদাও হুমকির মুখে পড়বে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মানিজার বলেছেন: এরা এইভাবেই বিহেব করে । অনেকের কাছ থেকেই শুনেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.