নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইসলাম শুধু বাহ্যিক নয়, ইসলামকে লালন করতে হয় অন্তরেও

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

যখন শুনতে পাই একজন লম্পট অন্যজনের দোষ ধরতেছে তখন মাথার রগ ১৯৯ মিটার বেগে ঘরম হয়ে যায়...


নিজে সারাদিন-রাত মেয়েদের নাচ-গান দেখে আর মুখে বলবে যে, বাংলাদেশকে ইসলামী আইন অনুযায়ী চালাতে হলে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে।

নিজে সারাদিন-রাত মেয়েদের সাথে ফোনালাপ নিয়ে ব্যাস্ত আবার বলে যে, দেশে ইসলামী আইন প্রতিষ্টিত করতে হলে আমাদেরকেই ক্ষমতায় আসতে হবে।

নিজে মেয়েদের ছোট ছোট ড্রেস দেখে বলবে ওয়াও, সেই মুখেই বলে, ইসলামের একমাত্র খাদিম আমরাই....


ভাই!
প্রথমে নিজেকে পরিবর্তন করুন এবং তার পরে এই কথাগুলো বলুন দেখবেন আল্লাহর রহমতের ফিরিশতার মাধ্যমে আপনার কথা সবার মধ্যে ছড়িয়ে পড়বে।

নিজে ঠিক না হলে আপনার কথার কোন রিয়েকশন আসবে না ভাই।

আর ইসলাম শুধু বাহ্যিক নয়, ইসলামকে লালন করতে হয় অন্তরেও।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শাসনতন্ত্র অনুযায়ী ইহা গণতান্ত্রিক রিপাবলিক; কোন ইসলামিক দল ক্ষমতায় এলেও, ইহাকে কোন ইসলামী আইনে চালানো যাবে না; ইহা ইসলামিক রিপাবলিক নয়।


২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

eunknown_rafi বলেছেন: ভালো বলেছেন ভাই। আমাদের নিজের মদ্ধেই পুরোপুরি ইসলাম নেই অথচ আমরা সমাজে ইসলামি আইনের কথা বলি।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শাহিন-৯৯ বলেছেন: যারা ইসলামের কথা বলে, ইসলামী আইনের কথা বলে তাঁরা সবাই এসব কাজ করে তাইতো নাকি!!! একজন বা দুইজনকে দেখেই আপনি সমগ্র ইসলামী ব্যাক্তিদের মূল্যায়ণ করলেন?
কি চমৎকার আপনার মেধা!!!

চাঁদগাজী ভাই বাংলাদেশের শাসনতন্ত্র অনুযায়ী ইহা গণতান্ত্রিক রিপাবলিক; কোন ইসলামিক দল ক্ষমতায় এলেও, ইহাকে কোন ইসলামী আইনে চালানো যাবে না; ইহা ইসলামিক রিপাবলিক নয়। গনভোটের মাধ্যমে সবকিছুই পরিবর্তন করার সম্ভব, তা নাহলে সমাজতন্ত্রবাদীরা এখনও দিবা-স্বপ্ন দেখতেন না।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

আবু তালেব শেখ বলেছেন: চিন্তার বিষয়

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধর্ম অনেক কঠিন ও জটিল ব্যাপার।ধর্মের অাদর্শ অনেকটাই মানুষ মননে ধারন করে।এটি জোর করে চাপিয়ে দেয়া প্রায় অসম্ভব।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধর্ম অনেক কঠিন ও জটিল ব্যাপার।ধর্মের অাদর্শ অনেকটাই মানুষ মননে ধারন করে।এটি জোর করে চাপিয়ে দেয়া প্রায় অসম্ভব।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওদের বলা হয় শর্টকাট মুসলিম। যারা ফেসবুকে আমিন, সুবহানাল্লাহ দেয়াতে ইসলামের খেদমত খুঁজে পায়...

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

শিখণ্ডী বলেছেন: লেবাসধারিদেরই জয়জয়কার।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: ইসলাম হচ্ছে শান্তি। অবশ্যই বুকে ধারন করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.