নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই মিলে বদলে দেই-

০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০০

ডিসেম্বর মাস আসলেই দেখা যায় আমাদের কিছু সংখ্যক দেশপ্রেমিকের জন্ম হয়। আর এদের বেশিরভাগই তাদের দেশপ্রেম প্রকাশ করেন বিভিন্ন সোশ্যাল ন্যাটওয়ারকিং সাইটে। দেশ প্রেম শুধুই নিজের প্রোফাইল পিকচার চেইঞ্জ করার মধ্যেই শেষ নয়। একে নিজের মনের মধ্যেও জায়গা দিতে হবে।

নির্বাচন আসলে যেমন প্রার্থীরা নিজেদেরকে মহান দেশ প্রেমিক প্রমাণ করার চেষ্টা করে ঠিক তেমনই আমাদের মতো কিছু লোক ডিসেম্বর মাস আসলেই অনলাইনে নিজের দেশ প্রেম দেখানোর কাজে ব্যাস্থ হয়ে পড়েন।

আমার নিজের কাথাই ধরি। কি করেছি আমি আমার দেশের জন্য?

অথচ যখনই কেউ দেশের উন্নয়নের জন্য কোন প্রকারের উদ্যোগ নেয় তখনই আমরা তার পিছনে আঠার মতো লেগে যাই যে, সে কোন খারাপ কাজ করছে কি না তা দেখার জন্য। কিন্তু আমার মতামত হচ্ছে যখন আমার পক্ষে কোন কিছু করা সম্ভব নয় তখন অন্যের দোষ না খোঁজে তাকে দেশের উন্নয়নের কাজে যথাসাধ্য চেষ্টা করাটাই আমাদের জন্য কর্তব্য।

আর সবচেয়ে বড় কথা হচ্ছে বহিরঃবিশ্বের কাছে আমরা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করছি, এক অপরের দোষ খোঁজে। নিজেদের মধ্যেই সমাধান করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। বহিরঃবিশ্বের সাথে আমাদের টাকার সম্পর্ক কিন্তু আমাদের এক-অপরের সাথে মা-মাটির সম্পর্ক। আমাদের ঘরের বিষয়ে বাইরের একজন কেন কথা বলবে?

সবশেষে বলতে চাই যে, সবার আগে এবং সবার উপরে "বাংলাদেশ" এর উন্নতির জন্য যেকোন পদক্ষেপ নেয়া হোক আমি আপনাদের সাথে আছি। আওয়ামীলীগ, বিএনপি বুঝিনা শুধু বুঝি আমার দেশের উন্নয়ন। সবাই মিলে একবার চেষ্টা করি, দেখবেন আমাদের চেয়ে বোশ সুখি আর কেউ থাকবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: দেশের কিছু মানূষ বিশাল পরিবর্তন চায়।
কিন্তু বেশির ভাগ লোকই হচ্ছে নির্বোধ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

মাজিদুল ইসলাম বলেছেন: এর একটা সমাধান প্রয়োজন ভাই।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

ডার্ক ম্যান বলেছেন: শুধুমাত্র উন্নয়ন দিয়ে কাজ হয় না, উন্নয়নের সাথে সাথে সুশাসনও জরুরী

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

মাজিদুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.