নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিজেকে পুরুষ বলতেও লজ্জা লাগে

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৭

আস্সালামু আলাইকুম
গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সংবাদ দেখতেছি যার মধ্যে ৯৫% সংবাদ ই হচ্ছে ধর্ষন সংক্রান্ত।

আমি জানতে চাই বাংলাদেশের কাছে, এদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলিয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ প্রায় প্রত্যেকটি বড় আসনে মহিলাদের আধিপত্য থাকা সত্বেও কেন এতো এতো মেয়েরা ধর্ষনের শিকার হচ্ছে।

সমাজের নিকৃষ্ট কুলাঙ্গার গুলো এতো সাহস পায় কোথায়?

ঐ সকল ধর্ষকদের জন্য আজ নিজেকে পুরুষ বলতেও লজ্জা লাগে। আর যে বা যাহারা প্রশাসনিকভাবে বা নিজের বল দিয়ে এইসকল ধর্ষকদের বাচানোর চেষ্টা করছেন তাদের বলছি, সময় বোশি দূরে নয় ধর্ষক আপনার ঘরেও আঘাত হানতে পারে।

বিভিন্ন সামাজিক আন্দোলনের নামে যে সকল ভাই/বোনেরা জড়িত ছিলেন তারা আজ কোথায়? আজইতো আপনাদের বেশি প্রয়োজন। সকল যুবসমাজ-ছাত্র সমাজ এক হয়ে এই কুলাঙ্গারগুলোদের বিরোদ্ধে রুখে দাড়ানোর সময় এসে গেছে।

আমরা স্বাধীন দেশে নারী-পুরুষ স্বাধীন ভাবে বাচতে চাই।

খোদার কসম! মাঝে মধ্যে মনে হয় সব প্রটোকল ভেঙ্গে এই সকল কুলাঙ্গারদের নিজ হাতে শাস্তি দেই। কিন্তু এখোন আমাদের দেশের আইন-প্রশাসনের উপর আমাদের বিশ্বাস আছে। এজন্যই বলছি সময় থাকতে এদরেকে প্রতিহত করুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: কথায় বলে একটা কানী বক পুরো বিল নষ্ট করে দেয়।

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৭

বাংলার মেলা বলেছেন: নিজেকে পুরুষ বলতে যদি লজ্জা লাগে, তাহলে বলবেন না! আপনি লজ্জা পেলে তাতে পুরুষ জাতির কিছু এসে যাবেনা।

আপনি কোন পত্রিকায় ৯৫% ধর্ষণের খবর দেখেন, জাতি তা জানতে চায়। দেশের কোন চিপায় চাপায়, গলিতে, ক্ষেতে, রাতের অন্ধকারে কে কাকে ধর্ষণ করছে - এ ব্যাপারে প্রধানমন্ত্রী বা স্পিকারের কি করার আছে বলে আপনি মনে করেন?

আন্দোলন করে কি ধর্ষণ বন্ধ করা যায়? দেখেছেন কোথাও?

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩২

মাজিদুল ইসলাম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

"আন্দোলন করে কি ধর্ষণ বন্ধ করা যায়?" আপনার কি মনে হয়?

বাংলাদেশে এখন ধর্ষণ একটা মহামারি ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, একে রোখতে কোন পদক্ষেপ নিবেন আপনি?

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৭

মাজিদুল ইসলাম বলেছেন: আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এদের শাস্তির বিষয়ে বলেছি, "প্রত্যেকটি বড় আসনে মহিলাদের আধিপত্য থাকা সত্বেও কেন এতো এতো মেয়েরা ধর্ষনের শিকার হচ্ছে"

কঠোর শাস্তির বাস্তবায়ন হলে অন্যরা সাহস পেত না।

-ধন্যবাদ

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাদের দেশে ধর্ষণের শাস্তি যেন কী? এই শাস্তি কি আপনি ধর্ষণ প্রতিরোধের জন্য যথেষ্ট মনে করেন? যদি যথেষ্ট মনে না করেন তাহলে আপনার মতে কী শাস্তি হওয়া উচিত বলে মনে করেন?

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৫

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪

গোলাম রাব্বি রকি বলেছেন: বিচার ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থার সংস্কার ঘটলে দেশের ৮০% অপরাধ বিলীন হয়ে যাবে বলে আমি মনে করি । অপরাধের বিরুদ্ধে আন্দোলন না করে অপরাধ তৈরি কারীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ...

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ধর্ষন কি কোনো দিনও বন্ধ হবে?
শুধু আমাদের দেশে না, পৃথিবীর কোনো দেশেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.