নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একতাই বল

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

আস্সালামু আলাইকুম

ছোটবেলা একটি গল্প পড়েছিলাম যে, "এক ব্যাক্তি তার ছেলেদের একটি করে লাটি দেন এবং তা ভাঙতে বলেন, তারা তা সহজেই ভেঙ্গে ফেলে, কিন্তু যখন সবগুলো একসাথে করে ভাঙতে বলা হয় তখন তারা ভঙ্গতে ব্যার্থ হয়"। শিক্ষা হচ্ছে "একতাই বল"।

আজ দেখা যায় বিভিন্ন নাস্তিকসহ ইসলাম বিরোধীরা খুব সহজেই ৯৫ শতাংশ লোকের বিশ্বাস এবং ধর্ম ইসলামের উপর আঘাত করছে আর আমরা নিরবে তা সহ্য করেই যাচ্ছি। আজ সমাজে ধর্ষণ, হত্যা, দূর্ণীতি, সন্ত্রাসী দূরীকরণের সমাধান একমাত্র ইসলাম তা প্রমাণ করার সময় এসছে।

আজ সময় এসেছে সমাজকে শিক্ষা দেবার যে, কিভাবে শান্তিুপূর্ণ উপায়ে একটা সমাজকে সবধরণে অপরাদ মুক্ত রাখা যায়।

সেদিন দেখলাম এক টক-শো তে এক মহিলা একজন হুজুরকে দেশ ছেড়ে চলে যেতে বলছে? ঐ হুজুরের দোষ ছিলো তিনি ইসলামের কথা বলেছিলেন।
এর প্রতিবাধে হুজুরের কিছুই করার ছিলো না কারণ বর্তমানে আমরা মুসলমান রা আর এক নেই, আমরা ভুলে গেছি আল্লাহর বাণী " وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ "।

আজ দেখা যায় ওয়াজের নামে হুজুর রা নিজেদের সংগঠনের নাম প্রকাশে ব্যাস্ত। কিন্তু উনারা ভুলে গেছেন ইসলামের ইতিহাস।

এখোন সময় আছে ঐ সকল অপ্রয়োজনীয় মতবাদ এক পার্শ্বে রেখে ইসলামের স্বার্থে সবাই এক হোন। আজ সময় হয়েছে সমাজকে সঠিক রাস্থা দেখাবার।

কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে না যে, নবী কিসের তৈরী ছিলেন, মিলাদ জায়েয কি না, তাবলীগ কিভাবে করে, কোন পীরের মুরিদ....

এখোন সময় আছে উপরোক্ত বিষয়গুলো একপাশে রেখে নিজেদের মুল রক্ষা করার কাজে এক হোন দয়া করে।

*পরিশেষে ঐ সকল প্রগতিশীলদের উদ্দেশ্যে বলতে চাই, "একজন মানুষকে তখনই পাগল বলা হয় যখন ঐ ব্যাক্তি নিজেকে অধিক শিক্ষিত মনে করে"।

কোন ভূল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১১

পবিত্র হোসাইন বলেছেন: সমাজে এখন ওভার স্মার্ট মানুষের বসবাস।
এসব কথা বললে মানুষ আপনাকে ক্ষেত বানায়া দিবে

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩৩

নতুন বলেছেন: তাহলে সহি ইসলাম কারা প্রচার করছেন? কোথায় জনগন সহী ইসলাম পাবে জনগন?

এখন তো ৭৩ ফেরকা বানিয়েছে জনগন কোন ফেরকা বেছে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.