নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

It\'s all about to share your feelings

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৫

ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে, "অনর্গল ইংরেজীতে কথা বলতে পারা"।
এই আশায় আমি অনেক সময় ইংরেজীতে কথা বলার চেষ্টা করতাম। অনেক সময় বাংলা শব্দকে ইংরেজী এক্সেন্টের সাথে বলার চেষ্টা করতাম।

কিন্তু বাধা হয়ে দাড়ায় কিছু মূর্খ জ্ঞানি (বেশিরভাগ আমার বন্ধু)।

তারা আমাকে বলতে শুরু করে আরে তুমার ইংরেজীতো শুদ্ধ নয়, বন্ধ কর, আর হাসাহাসি করত।
একটা সময় এসে নিজেকে অনেকটা গুটিয়ে নিলাম এবং বন্ধুদের সংখ্যাটাও কমিয়ে নিলাম(আমার বন্ধু সংখ্যা কিন্তু খুবই কম)।
কিন্তু ঐ আগের frustration (নৈরাশা) 'র কারনে আর তেমনটা প্র্যাকটিস করা হয় নি।

প্রবাসে আসার পর এখনতো ওদের ভাষায় (মালয়) কথা বলতে এবং জানতে হবে অথবা ইংরেজী জানতে হবে। আর আমি এই সুযোগটাই নেই।

এখন দেখা যায় যে, এই দেশে প্রায় ৫ বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো তাদের ভাষায় কথা বলতে পারি না। আর ইংরেজীটা জানিনা কি হয়েছে (ভালো না খারাপ) কিন্তু এতোটা বুঝে এসছে যে সবাই আমার ইংরেজী বুঝতে পারছে। এমনকি আমি যখন একটি ক্যাফেতে ওয়েটার হিসেবে কাজ করতাম সেখানে প্রায় ৯৮% কাস্টমারই ছিলো অন্য দেশ থেকে মালোয়েশিয়ায় বেড়াতে আসা ভিজিটর। সেখানে অনেক কাস্টমারের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় যাদের সাথে এখনো কথা হয়।
আর ঐসব মূর্খ জ্ঞানিদের বলতে চাই, হয়তোবা আপনি ঐ নির্দিষ্ট বিষযে শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নন। আর একজন মানুষের জন্য নির্দিস্ট কোন বিষয়ে শিক্ষিত হওয়াটা জরুরী নয় কিন্তু সু-শিক্ষিত হওয়াটা খুবই জরুরী।

আমি আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি যে, কখোন কারো কোন প্রচেষ্টাকে তিরস্কার করতে নেই, আর নিজেকে কখোন ছোট ভাবতে নেই, যতক্ষন না পারবেন চেষ্টা চালাতে হবে । সাফল্য অবশ্যই আসবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: আপনার উপলব্দি ভালো।
চেষ্টা করলে আসলেই অসম্ভবকে সম্ভব করা যায়।
ইংরেজী বলা কঠিন কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.