নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রতিষ্ঠিত হওয়াটা কি?

৩০ শে জুলাই, ২০১৯ রাত ৩:০৩

আমরা সবাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ডানে-বামে না থাকিয়ে অবিরাম দৌড়াচ্ছি। আমরা কি জানি এর শেষ কোথায়?

ইতিহাস বলে যে, "পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউই প্রতিষ্ঠিত হতে পারেনি"।
একটু চিন্তা করুন আর নিজের দিকে খেয়াল করে ভাবুন, জীবনের এতো এতো সুন্দর মুহুর্তগুলোকে অনায়াসে বিসর্জন দিয়ে আসা সেই পথচলার এই পর্যন্ত কি পেলেন?

জীবন আমাদের একটাই, আর এই জীবনের এই সময়গুলো আর কোনদিন ফিরে আসবে না।
আমার দৃষ্টিতে 'মানুষের জীবনের নির্দিষ্ট কোন লক্ষ্য থাকার প্রয়োজন নেই'। কারণ একটি নির্দিষ্ট লক্ষ্য মানুষকে অন্যদের থেকে আলাদা করে ফেলে যা মানুষের জন্য কখোনই কাম্য নয়।

একজন মানুষ জীবনের শুরুথেকেই একেকটা লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছে। হামাগুড়ি দেয়া থেকে শুরু করে হাটা, দৌড়ানো, কথা বলা, শিক্ষা অর্জন, পরীক্ষা, কর্মজীবন, বিয়ে, সংসার, পরিবার এবং বাচ্চার ভবিষ্যৎ, বয়স হয়ে গেলে রোগমুক্তির জন্য অপেক্ষা তার পর চির সত্য মৃত্যু (এটা আবার কারো বেলায় অনেক আগেই চলে আসে)। এতো কিছুর মধ্যে "প্রতিষ্ঠিত" বিষয়টা কোথাও দেখলাম না।

তাহলে প্রতিষ্ঠিত হওয়াটা কি? আমার বোঝে আসে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "ইতিহাস বলে যে, পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেহ প্রতিষ্ঠিত হতে পারেননি"

-হযরত মোহাম্মদও (স: ) কি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারেননি? আজকে, ১৮০ কোটী মানুষ উনাকে অনুসরণ করেন! "প্রতিষ্ঠিত" হওয়ার ব্যাপারে আপনার কি নিজস্ব ডেফিনেশন আছে?

২| ৩০ শে জুলাই, ২০১৯ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথমে লক্ষ্য স্থির করতে হবে। তারপর উহা অর্জনের চেষ্টা করতে হবে। যদি পারেন সেটাই সফলতা।

৩| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের জিজ্ঞেস করতে হবে।
আমি ভাই ব্যর্থ মানূষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.