নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমি একজন প্রবাসী, নবাবজাদা

২৯ শে মে, ২০২০ সকাল ৭:০৭

আস্সালামু আলাইকুম
আমি একজন প্রবাসী, নবাবজাদা

আমি নিজেকে নিয়ে গর্ব করি যে, আমি একজন প্রবাসী।
আমি নিজেকে নিয়ে গর্ব করি যে, মানুষ আমকে নিয়ে মন্তব্য করে আমি একজন নবাবজাদা।
আমি নিজেকে নিয়ে গর্ব করি কারণ আমি কারো বোঝা নই।
আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখি।

আমার অনেক গর্ব আমার নিজেকে নিয়ে। আপনার?

হ্যাঁ আপনাকে বলছি। আপনারতো অনেক চুলকানি প্রবাসীদের নিয়ে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুনতো, দেশের জন্য আপনার অবদান কি?

বলতে পারবেন।


কি কারণে কয়েকদিন পর পর আপনারা প্রবাসীদের নিয়ে এতো খারাপ খারাপ মন্তব্য করেন?

বেশ কয়েকদি আগে দেখলাম এক পুলিশ সদস্য প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন, কয়েকটি বেশ্যা-রাস্তার মেয়ে প্রবাসীদের নিয়ে মন্তব্য করছে, মিনিস্টাররা করছে, সাংবাদিকরা করছে, সমাজের সর্বস্থরের মানুষ করছে।

কারণটা কি?

হ্যাঁ, ছোটবেলায় আমরা যখন কোন গাছের নিচ দিয়ে যেতাম, তখন, যদি সেটা কোন ভালো ফলের গাছ হয় তাহলে ঢিল মারতাম, যাতে করে সেখান থেকে কোন ফল পড়ে। আমরা খাইতাম। কিন্তু অন্য গাছে কেউ ঢিল মারে না। কেন? কারণ সেখান থেকে কোন ভালো ফল আসবে না।

প্রবাসীরা সেরকমই একটি ফলের গাছ। তাই সবাই ঢিল মারার চেষ্টা করছে। কিন্তু সেটা কি ঠিক?

কয়েকদিন আগে এক মহিলা ভিডিও ভাইরাল করার জন্য প্রবাসীদের নিয়ে মন্তব্য করে বলেছেন উনি নাকি শিক্ষিত।
আরে পিছনে বই থাকলেই যদি শিক্ষিত হওয়া যেত, তাহলে যে বা যারা বাইন্ডিংয়ের কাজ করে তাদের মতো শিক্ষিততো আর কেউ হওয়ার কথা নয়।

আপনাকে বলছি, কথাগুলো আপনি যেভাবে বলেছেন, তাতে আপনার শিক্ষকদের বিষয়ে সন্দেহ হচ্ছে। তিনারা নিশ্চয়ই ঐসব পরিবেশের মহিলাদের সাথে বেশি মিশতেন মনে হচ্ছে।

আপনার আচরণের কথা বলবো না, কারণ আপনি যে ভাষা ব্যাবহার করেছেন সেগুলো একটি জায়গায়ই চলে আর সেটা হচ্ছে ...(আমি সেদিকে যাচ্ছি না)।

আপনি শিক্ষিত, বলতে পারেন শিক্ষিত কাকে বলে?
বলতে পারেন, মানুষ কাকে বলে?
বলতে পারেন, মহিলা কাকে বলে?

আসি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। আপনার প্রত্যেকটা বক্তব্য শুনেছি, আর যতটুকু বুজেছি তা হল, আপনার বয়স হয়েছে।
এখন রেস্ট নেয়ার সময়। আপনার কথাগুলো ভূলভাবে উপস্থাপনের কারণে সাধারণ মানুষ আরো সুযোগ পাচ্ছে প্রবাসী সম্পর্কে বাজে মন্তব্য করার, কিন্তু আরো গুছিয়ে বললে সুন্দর হতো। কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ চেয়ারের দায়ীত্বে আছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ সকাল ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সবচেয়ে বেশী সভ্য-ভব্য হবার কথা, এবং সারা বিশ্বব্যাপী তাই হয়ে থাকে, সেই মন্ত্রণালয়ের মুরুব্বী এর মুখে ওরকম অমার্জিত ভাষা শুনে আমিও বিস্মিত হয়েছিলাম। ওনার বড়ভাইও কথায় কথায় ঔদ্ধত্যপূর্ণ রাবিশ কথাটা ব্যবহারের জন্য কুখ্যাত ছিলেন। এটাকে একটা জিনেটিক দোষ বলে মনে হয়।

২৯ শে মে, ২০২০ সকাল ৮:০৩

মাজিদুল ইসলাম বলেছেন: আমারো ঠিক তাই মনে হয়।

২| ২৯ শে মে, ২০২০ সকাল ৭:৪৬

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। আপনার / আপনাদের ক্ষোভ, বেদনা বুঝি। পাছে লোকে কিছু বলে তা নিয়ে চললে নিজের ক্ষতি বেশী। সরকার প্রধানের উচিত যিনি এই কটূ উক্তিগুলো করেছেন তার দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। প্রবাসে যারা থাকেন, তারা নিঃসন্দেহে অনেক বেশী কষ্ট, যন্ত্রণা সহ্য করেন এবং পরিবার ও দেশের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেন। কাজেই আমি যদি নিজেকে চিনি, নিজের উপর অর্পিত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকি তাহলে অন্যের অবিবেচনা প্রসূত কথায় আমার কান দেয়া বুদ্ধি মানের কাজ হবে না। এতে নিজের ক্ষতি বেশী। ভাল থাকুন। নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিবেন।

২৯ শে মে, ২০২০ সকাল ৮:২১

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



ছোট বাচ্চাদের মতো লেখা

০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০৫

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

তবে ছোট বাচ্চার মতে হতে পারে, কারণ আমি এতোটা জ্ঞানি নয় জনাব। কিন্তু মানবিক কারণেই লেখাটি পোষ্ট করা।

৪| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখি।
................................................................................................
আর আপনি যখন হুন্ডি করেন ???

৫| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩১

রাশিয়া বলেছেন: আপনি প্রবাসী হওয়াতে গর্বিত ঠিক আছে, কিন্তু ঐ হারামজাদার মত এত গর্বিত যে মনে হয় আপনার টাকায় দেশ চলে?

০৫ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমার মনে হয় আমার লেখাটি বুজতে একটু কষ্ট হচ্ছে।
আমি যেটা বুজাতে চেয়েছি তা হচ্ছে, অযথা কেন বারবার প্রবাসীদেরকে লাঞ্চিত করা হবে?
প্রত্যেকটা তীর কেন প্রবাসীদের দিকেই তাক করতে হবে?

৬| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: প্রবাসী শব্দটার আমার পছন্দ না।

০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০১

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

তবে প্রবাসীদেরকে অপমান করা অবশ্যই মানবিকতা নয়।

৭| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: এত বড় হওয়ার দরকার নাই আপনি । কারণ তারা দুইভাই এমন।

৮| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পেশা কী?
আপনি কী কাজ করেন? কেমন ট্যাক্স দেন।

শুভ কামনা রইলো। ভালো থাকবেন সব সময়।


৯| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৫৯

মীর আবুল আল হাসিব বলেছেন:

ভাই আপনি কেন প্রবাসী সেই কথার উত্তর আগে দেন। দেশে কাজ পাননি বলেই তো প্রবাস জাপন করছেন, নাকি???
আপনি টাকা দেশে পাঠান কারন দেশে আপনার পরিবার আছে। আপনার পরিবার উগান্ডায় থাকলে আপনি সেখানে টাকা পাঠাতেন, এটাই স্বাভাবিক।

মোঃ সাজ্জাদ হোসেন নামেরও তো আরেকজন প্রবাসী ব্লগার আছেন। উনি তো সেই লেভেলের বিনয়ী। আপনার এত ফাটে কেন???
হ্যাঁ মাথামোটা মন্ত্রী যেটা বলেছে তার জন্য তাকে জুতা পেটা করলে জুতার অসম্মান হবে।
তাই বলে আপনি নিজেকে তো দেখছি লিজেন্ড এর পর্যায়ে নিয়ে যাওয়ার ধান্দায় আছেন।
প্রবাসে আছেন, পরিবারের জন্য টাকা পাঠান তাই এত দেমাগ যদি ৭১ এ যুদ্ধ করতেন তাইলে তো বলতেন দেশ আমার নামে অর্ধেক দিয়ে দাও।

০৫ ই জুন, ২০২০ সকাল ১১:৫৮

মাজিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমার মনে হয় আমার লেখাটি বুজতে একটু কষ্ট হচ্ছে।
আমি যেটা বুজাতে চেয়েছি তা হচ্ছে, অযথা কেন বারবার প্রবাসীদেরকে লাঞ্চিত করা হবে?
প্রত্যেকটা তীর কেন প্রবাসীদের দিকেই তাক করতে হবে?

১০| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

মীর আবুল আল হাসিব বলেছেন: প্রবাসীদের বারবার লাঞ্ছিত করে রাজনৈতিক অঙ্গনের লোকেরা। (আর ওসব কথা গায়ে মাখা মানে সময় নষ্ট করা)

০৬ ই জুন, ২০২০ সকাল ৯:২৫

মাজিদুল ইসলাম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

১১| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আরও পরিষ্কারভাবে বললে মনে হয় মতামত আপনার দিকে আরও ঘুরত। কিছুটা অস্পষ্টতা আছে আপনার লেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.