নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ট্রল করার কি অধিকার আপনার ?

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৪৫

আমাদের সমাজের মানুষগুলো এতা বিদ্বেষপরায়ণ কেন?

সবাই অন্যের দোষ খূঁজা নিয়ে ব্যাস্ত।

দেখলাম একটি মেয়েকে নিয়ে সবাই ব্যাস্ত, সে নাকি মটরবাইক চালিয়ে অনুষ্ঠানে গিয়েছে।

আরে ভাই তাতে আপনার কি?

সমাজের যেসকল বিষয় নিয়ে কথা বলার সেসব বিষয়ে কথা না বলে অন্য একজনকে নিয়ে ট্রল করার কি অধিকার আপনার ?

এতোটাই ইসলাম যদি মানেন, তাহলে এইসকল সামাজিক যোগাযোগ সাইটগুলোতে কি করছেন আপনি ?

এখানে আপনার সময় নষ্ট না করে মসজিদে যান... ফালতু সব ...

নিজের চরকায় তেল দেন না। অন্যকে নিয়ে আপনাদের কেন এতো এতো মাথা ব্যাথা?

নিজে ঠিকই অন্য মেয়েকে ইভটিজিং করে সেখানে ইসলামের কোন ক্ষতি হয়না, আর অন্য কেউ সমান্য ১৯-২০ হলেই ট্রল করা লাগবে?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯

পুলক ঢালী বলেছেন: বৃত্তের ভিতর আমরা প্রাচীন বা আমাদের সময়কার চিন্তা চেতনা সংস্কৃতিকে ধারন করি।
এই বৃত্ত ভাঙ্গা আমরা সইতে পারিনা তাই ট্রল করে আত্মসুখ অনুভব করি আবার সমাজ সংস্কারকের ভূমিকা পালন করি । সমালোচনায় পাশ্চাত্যের দোষ দেই, আকাশ সংস্কৃতিকে (বিদেশী সংস্কৃতি) দোষারোপ করি, ধর্মের রেফারেন্স নিয়ে আসি (তখন অবশ্য মনে থাকেনা যে, এই উপমহাদেশে হিন্দু ও বৌদ্ধ ধর্ম ছাড়া ইসলাম ধর্ম এবং খ্রিশ্চিয়ান ধর্ম বিদেশি ধর্ম। এই ধর্ম গুলি যে স্থানীয় সংস্কৃতির স্থান দখল করে নিয়েছে তাও মনে থাকেনা। মানে হলো এই দেশে বসে আপনি বিদেশী ধর্ম চর্চা করতে পারবেন কিন্তু বিদেশী সংস্কৃতি কখনোই চর্চা করতে পারবেন না। ) তাতে অবশ্য বৃত্ত ভঙ্গকারীর কিছু আসা যাওয়া উচিৎ নয়।
রবীন্দ্রনাথ যুবক বয়সে যখন গান লিখা ও গাওয়া শুরু করলেন, তখন রব উঠলো সমাজ গেল, সমাজ রসাতলে গেল কি লজ্জা! কি লজ্জা ! ছেলে মেয়েরা গুরুজনদের সামনে কেমন নির্লজ্জভাবে আধুনিক প্রেমের গান গাইছে ! ঘোর কলি কাল ! ঘোর কলি কাল ! তখন আসলে উচ্চাঙ্গ সঙ্গীত, অতুল প্রসাদের গান এগুলোই সমাজে চর্চিত হতো।
তো! এখন সেই সমাজ ধ্বংসকারী রবীন্দ্র সঙ্গীতের অবস্থান কোথায় ?
আমি বলবোনা গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েটি মটরবাইক চালিয়ে ভাল করেছে বা খারাপ করেছে।
আমি বলবো ওরা নুতন প্রজন্ম। এখন দেখবো নুতন প্রজন্ম এটাকে কিভাবে গ্রহন করছে?
তারা গ্রহন করলে বা ত্যাগ করলে আমার আপনার কি বলার আছে ?
আমরা যতই আলোচনা বা সমালোচনা করি না কেন শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে আলো নেই শুধু চনা পড়ে আছে। ;)
মাজেদুল ভাই রাগ করার কিছু নেই। ভাল থাকুন।

২| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আমার মনের কথা গুলো লিখেছেন।

৩| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.