|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তিনটি ব্লগ লিখে আবার ডিলিট করে ফেলেছি।
সর্ব প্রথম সবার প্রতি অনুরোধ, যে বা যাহারা এখনো নোয়াখালির ভিডিওটি ভাইরাল করছেন, দয়া করে তা কেটে ফেলুন অথবা ব্লার করে আপলোড করুন। কারণ ঐ বোনটির ইজ্জত বাকীটা অন্তত রক্ষা করুন।
আজ-কাল ভয় করে ওদের হিংস্রতা দেখে, আর আমাদের সামাজিকতা দেখে।
বাংলাদেশের আইন-আদালত এবং প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য আপনারাই দায়ী (সরকারের দোষ দিয়ে লাভ নাই) । 
এখনই সময় প্রতিকার করার, আরো কঠোর হোন। বর্তমান ধর্ষন সংসকৃতি যে আপনার মা-বোন কে আক্রমন করবে না এর কোন গ্যারান্টি আছে?
সাধারণ জনগণের সহযোগিতা নেন। সবাই এক হয়েই সম্ভব সমাজকে কলঙ্কমুক্ত করা। কাউকে দোষারোপ না করে সবাই হাতে হাত রেখে সমাজটাকে সাজেতে হবে।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২০  রাত ১২:০৯
০৬ ই অক্টোবর, ২০২০  রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: মেয়েদের কৌশলী হতে হবে,কিভাবে হবে সেটা তাদের ঠিক করতে হবে।কতো আর মার খাবে। জন্মগত ভাবে আমাদের মেয়েরা সহজ সরল ও ভীতু প্রকৃতির।