|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ধর্ষন যার শুরু হয় tease থেকে।
রাস্থাঘাঠে মেয়ে দেখলেই tease করতে দেখা যায় বেশিরভাগ ছেলেদের, আমরা তার সঠিক বিচার করি না বা প্রতিবাদ করি না। আর এই ছোট ছোট ইভ-টিজিংগুলোই শেষ পর্যায়ে Rape বা ধর্ষনে রূপ নেয়।
 আর আমরা সবাই জানি যে, ধর্ষন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ। 
সুতরাং ধর্ষনকে কন্ট্রোল করতে হলে প্রথমে ইভ-টিজিং কন্ট্রোল করতে হবে। এবং সাথে সাথে আমাদের মন মানষিকতাও বদলাতে হবে। মেয়েদেরকে সম্মান দেখাতে হবে। 
আর কাউকে টিজ করার আগে একবার নিজের মা-বোনের কথা স্মরণ করলেই দেখবেন কন্ট্রল হয়ে যাবে।
সুতরাং আপনি-আমি বা আমরা যারাই ইভটিজিং করি বা এধরণের কার্যকলাপ দেখি, সাথে সাথেই যেন প্রতিবাধ করি।
ভালো লাগছে সবাইকে একসাথে ধর্ষণের প্রতিবাদ করতে দেখে। এভাবেই এক হয়ে প্রতিহত করতে হবে।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২০  রাত ১১:০৯
০৬ ই অক্টোবর, ২০২০  রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: সময়ের প্রতিবাদী কন্ঠস্বর
  সময়ের প্রতিবাদী কন্ঠস্বর