নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাধ শুরু করুন আপনার ঘর থেকে

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৩

সম্মানিত নারীবাদি বুদ্ধিজীবি...

আপনাদের মতে সমাজকে ধ্বংস করছে পুরুষের খারাম মানষিকতা?
তার মানে নারীরা সবসময়ই ষড়যন্ত্রের শিকার?

ভূলে যাবেন না, এই মাত্র কিছুদিন আগের ঘটনা... পাপিয়াকে মনে হয় ভূলে যাননি?

আপনাদের জনার কথা, সে যেভাবে মেয়েদেরকে দিয়ে অন্য পুরুষদের হয়রানির শিকার করতো। আর সে একজন মেয়ে হয়ে অন্য মেয়েদেরকে বাধ্য করতো খারাপ কার্যে লিপ্ত হওয়ার জন্য।

আমার ডায়েরীতে এমন অসংখ্য পাপিয়াদের ইতিহাস লেখা।

শুধুমাত্র বলতে চাই, আমরা মানুষ হওয়া জরুরী।

আমরা ভূলে গেছি সভ্যতা কিভাবে সৃষ্টি হয়েছিলো। মানুষের ইতিহাস শুরুর দিকে শরীর ঢাকার জন্য গাছের পাতা থেকে শুরু করে বর্তমান কাপড় পর্যন্ত। শুরু হয়েছিলো লজ্জাস্থান ঢাকার জন্য, শরীর ঢাকার জন্য, কিন্তু বর্তমানে দেখা যায় আবার শরীর দেখানোটাই মূখ্য হয়ে পড়েছে।

এটাকি সভ্যতার উন্নতি নাকি অবনতি?

কাপড় পরিধান করার সময় চিন্তা করা হয় শরীরের প্রত্যেকটি অংশের অবস্থান যেন অবলোকন করা যায় সেই অনুযায়ী কাপড় পরিধান করার প্রথা এখন সবচেয়ে বেশি।

পুরুষ বলেন আর মহিলাই বলেন, আপনার শরীরের স্পর্শকাতর অংশগুলো প্রকাশ্যে রেখে কাপড় পরিধান করাটা কি সভ্যতার উন্নতি?

ছেলেরা আন্ডারওয়্যার এর কিছু অংশ বের করে রাস্তায় বের হয়, যাতে করে মানুষজন জানতে পারে যে, উনি আন্ডারওয়্যার পরেছেন।
মেয়েরা তাদের ব্রা'র ফিতা বের করে চলে, যাতে করে সবাই জানতে পারে যে, উনি ব্রা পরেছেন।
আজব...
এগুলোকি মানুষ?

আপনি আমি কি করছি, মেয়েটাকে রাস্তায় দেখে শিষ দিচ্ছি, বাজে কথা বলছি, তাদেরকে উত্তক্ত করছি।
একবার বুকে হাত দিয়ে বলেনতো আপনি কোন মেয়েকে উত্যক্তে করেন নি?

আগে নিজেকে বদলাতে হবে...

আপনার ঘরে যদি এরকম কেউ থাকে তার মানে আপিনি একবার চিন্তা করুন আপনার পরিবার কোন দিকে যাচ্ছে। এদেরকে কন্ট্রোল করা আপনার আমার দায়ীত্ব।

আপনার ছেলে বা মেয় অন্য আরেকটা ছেলে বা মেয়ের সাথে (এডাল্ট) আচরণ করতেছে বা এরকম আচরণ করতেছে, আপনার দায়ীত্ব কি?

ধর্ষন আর এই সেই নিয়ে সবাই ফেইসবুকে স্টেটাস দেয় এটা খারাপ ওটা খারাপ, আরে ভাই আপনার ঘরে একবার চোখ বুলিয়ে দেখেন না...
আপনার নিজের চরিত্রের দিকে একবার দেখেন না।

আপনি/আমি/আমরা কি আসলেই ভালো?

প্রতিবাধ শুরু করুন আপনার ঘর থেকে। কথা-বার্তা আচার আচরণে উল্টা-পাল্টা দেখলেই প্রতিবাধ করুন, শাষন করুন। গোটা জাতী শুধরে যাবে।

অযথা ফেইসবুকে এসে নিজে ভালো সাজার চেষ্টা করা থেকে বিরত থাকুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১১

অনল চৌধুরী বলেছেন: এখন ধর্ষণে সরাসরি সহায়তাসহ ঘুষ-দুর্নীতি-মাদক-অস্ত্র-জুয়ার ব্যবসা-পরকিয়া বা হত্যাসহ এমন কোনো অপরাধ নাই, যেটাতে কোনো না কোনা মহিলা সরাসরি অংশ নেয় না।
কিন্ত তারপরও শুধু নারী হওয়ার কারনে তাদের প্রতি কোনোরকম বৈষম্য সমর্থন করি না।

২| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অসংখ্য ইতিহাস লেখা আছে।
আপনি কি এই বিষয়টা নিয়ে গবেষণ করেন।
যদি সম্ভব হয় ডাইরি থেকে ক্রমশ প্রকাশ করুন সবার উপকার হবে।সাবধান থাকতে পারবে।

৩| ১৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


লেখার মাঝে কিছু নেই

৪| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: পাপিয়া রাজনৈতিক লিডার। এমন আরো বহু পাপী আছে।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: শিরোনামটা বোধহয় প্রতিবাদ হবে। বাধ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.