নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অমুক বয়কট-তমুক বয়কট...

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৩

ভন্ডর ভন্ড হখল,
অমুক বয়কট-তমুক বয়কট...

তুমি কিতা বালা নি?

রাস্তাত ফুড়িন দেখলে শিষ দেও, বিভিন্ন ওয়েভসাইট ঘুরে এডাল্ট মুভি খুঁজে বেড়াও, বন্ধুদের নিয়ে মদ পানের পার্টিতে যাও, মেয়ে পটিয়ে লিটনের ফ্ল্যাটে যাওয়ার ধান্দা, পতিতালয়ের আশে-পাশে গুরাঘোরি কর, গানের কনসার্ট হলে যাও, রাতের স্পেশাল যাত্রা-পালায় যাও.... আর পাশের ঘরের ভাবিতো নিজেরে সম্পতিত্ত মনে কর...

তুমি গেলে এগুলো সবই ভালো কাজ,

আর কোন এক সেলিব্রেটি গেলেই দোষ?

ভন্ডর ভন্ড হখল...

(খারাপ ভাষা ব্যাবহার করার জন্য দুঃখিত, উপরোক্ত বিষয়গুলো উদাহরণ মাত্র। আসল কথা হচ্ছে আমরা নিজেদের দোষকে দোষ মনে করি না)

খারাপ কাজ সবার জন্যই খারাপ। আর আমাদের সামাজিকতা হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে থাকা।

এখানে কোন সাকিব আল হাসান কে নিয়ে টানা টানি?

সে একজন সেলিব্রেটি, আর সেলিব্রেটি একার নয়, সবার। সবার ডাকে সাড়া দিতে হয়। এর সাথে ধর্মিও যুদ্ধ কেন ?


আপনি যদি এতোটাই ধার্মিক তাহলে নিজের কাজ-কর্মের হিসাবটা একটু মিলিয়ে দেখুন।

লেখার মধ্যে ভূল বা বেয়াদবি হলে ক্ষমা করবেন
ধন্যবাদ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৪৭

আয়শা আশিক বলেছেন: আয়শা আশিক বলছেন:খুব ভালো লাগলো
https://rb.gy/ra1b9h

২| ১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তারা যে মাদ্রাসাগুলোর কি হাল অবস্থা বানিয়ে রেখেছে ,সেগুলো যদি দিনের আলোয় আসে মুখ লুকবার জায়গা থাকবে না,তাই আলফাল বলে সবাইকে প্রেসারে রাখা।
রোজই দুই একজন হুজুর দিনের আলোয় আসছেন। শত শত থেকে যাচ্ছে অন্ধকারে।

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Right you are!

৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৬

মরুর ধুলি বলেছেন: যা লিখেছেন তার দায়বদ্ধতা বলুন আর প্রশংসা বলুন সবই আপনার।
খামোখা লেখার শেষাংশে ক্ষমা চাওয়ার দরকার কি।
এটা এক ধরণের তেলবাজি ছাড়া আর কিছু না।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৫

মাজিদুল ইসলাম বলেছেন: এটাকে তেল মারা নয়, আদব বলা হয়...

৫| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২২

মরুর ধুলি বলেছেন: সাকিবের কাজটি কেমন হয়েছে দেখুন তার বিস্তারিত আলোচনা

https://www.facebook.com/561442137524182/videos/1544161332460478

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে কি ধর্ম বড়?
সবার আগে মানুষ। ধর্ম তো আফিম। এই আফিম সমাজের ক্যান্সার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.