নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় অনুষ্ঠান ঘরোয়াভাবে পালনের আইন জারি

০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৬

কিছু লিখলেই সবাই বলে, এই দলকে সাপোর্ট করেছে না হয় ঐ দলকে সাপোর্ট করেছে।

আমি বলতে চাই যে, আমি মুজিবিও আদর্শের নয়, আমি জিয়ার আদর্শের নয়, আমি ধর্মের নাম নিয়ে ব্যাবসায়ীদের আদর্শের নয়, কোন পির-বাবার আদর্শের নয়...

আমি একমাত্র আমার বিবেককে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাকেই অনুসরণ করি।

যাদের আদর্শের কথা বলে দেশে রাজনিতি করেন, তাদের কে কি ১০০% বিশুদ্ধ মনে হয়?

জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবেনা, শুধু একটা অনুরোধ করবো নিজের বিবেককে সচল করুন। কারো গোলাম হয়ে বেচে থেকে লাভ নাই।

পৃথীবিতে এমন কোন বিষয় নেই যেটার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুতরাং অন্যকে অনুসরণ করার চেয়ে নিজের বিবেক অনুযায়ী চলাটাই আমাদের কর্তব্য এবং এটার জন্যই আমাদের পৃথীবিতে আসা।

আর সরকারের কাছে আবেদন থাকবে যে, সকল ধরণের ধর্মীয় অনুষ্ঠান ঘরোয়াভাবে পালনের আইন জারি করা হোক। যার যার ধর্ম সে পালন করবে তার ঘরে অথবা উপাসনালয়ে...

ধর্মের নামে মানুষের প্রকারবেদ করাটা নিশ্চয়ই মানবিকতা হতে পারে না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৬

ফটিকলাল বলেছেন: কিন্তু ধর্মেই যদি বলা থাকে বাইরে গিয়ে পালন করতে তখন কি করবেন?

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিবেকের পার্শ্ব প্রতিকৃয়া কি?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫০

নূর আলম হিরণ বলেছেন: ধর্ম ঘরোয়া ভাবে পালনের সুযোগ নেই, ধর্মই তার অনুসারীদের নির্দেশ দেয় রাষ্ট্র, সমাজে তাকে ছড়িয়ে দিতে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫২

স্থিতধী বলেছেন: ধর্মগ্রন্থ গুলো কি আদেশ দিয়েছে সেটা দেখা " ধর্ম নিরপেক্ষতা" মূলনীতিতে থাকা একটি রাষ্ট্র দেখতে বাধ্য নয়। এমন রাষ্ট্র খেয়াল রাখবে যে ধর্ম যেন রাষ্ট্রের মাথায় চড়ে বসতে না পারে। ধর্ম যেন ব্যাক্তিগত ও কমুনিটি লেভেলেই থাকে যায়; রাশট্রকে যেন কোন গোষ্ঠী ধর্ম শেখাতে না আসে , রাষ্ট্রের কর্ম কান্ডকে ধর্মের ভিত্তিতে চ্যালেঞ্জ না করতে পারে ।
অবশ্য একই সাথে " ধর্ম নিরপেক্ষতা" ও " রাষ্ট্র ধর্ম" মূলনীতিতে রাখা একটি রাষ্ট্র ; এই দুইটা নীতির টাগ অফ ওয়ার এর ভিক্টিম হয়ে শেষে কি হাল করে নিজের সেটা দেখার মতো বিষয়।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: বিবেক জাগ্রত থাকলে আর কোনো সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.