নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ একটি স্বাধীন দেশ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩

অন্যের কথায় চলা আমাদের অভ্যাসে পরিণত হয়েগেছে...
বাংলাদেশ কি কোন টিভির নিউজের উপর ভিত্তি করে চলে?

ফাউল মানুষগুলো সবসময় ফাউল কথা নিয়ে লাফালাফি করে।

বাংলাদেশ একটি স্বাধীন দেশ আল জাজিরার নিউজকে সাপোর্ট করার মানে হচ্ছে বিশ্বের মোড়লদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ ছেড়ে দেয়া। একজন মূর্খও জানে যে, অন্যের হতে ক্ষমতা দেয়ার চেয়ে নিজে না খেয়ে থাকাটাই শ্রেয়।

আর এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের শুরু মাত্র আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য।

একটু বিবেকটা কাজে লাগান। মাথা থেকে শয়তানটাকে সরিয়ে একবার দেশের চন্য ভাবুন।
৭১ সালে ৯ মাসের যুদ্ধ হয়েছিলো অন্যের হাত থেকে ক্ষমতা নিজের হাতে আনার জন্য। আবার অন্যের হাতে ফিরিয়ে দিবেন না।

আমি কোন দল বা সরকারের গোলাম নই, এটা আমার বিবেকের কথা।
বাকীটা আপনাদের সিদ্ধান্ত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

আমি সাজিদ বলেছেন: ঠিক বলেছেন, অন্যের কথায় চলা আমাদের অভ্যেস হয়ে গেছে। গত দশ বছর আমরা ভারতের কথায় চলেছি। এখন চীনের কথায় নাচি। বিশ বছর আগে পাকিস্তানের কথায় গায়ের কাপড় খুলে দিতাম। এই কথার সাথে একমত।

আমরা স্বাধীন মানলাম কিন্তু স্বাধীনতার দোহাই দিয়ে সত্যকে আর কত ঢাকবো? আজিজ সাহেব আর যোসেফ সাহেবকে স্বাধীনতায় দোহাই দিয়ে ঢাকবেন? নতুন হাওয়া কার্যালয়ের কমিশনকে স্বাধীনতার দোহাই দিয়ে ঢাকবেন? মালয়েশিয়ার সেকেন্ড হোম বা কানাডার বেগম পাড়ার রুপকথাকে স্বাধীনতার দোহাই দিয়ে ঢাকবেন? সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। বিএনপি ধ্বংস হয়ে গেছে মিথ্যাকে সত্য বলতে গিয়ে। আশা করি আওয়ামী লীগ এই ভুল করবে না।

গেম খেলবেন না। সব কিছুতেই পাপকে জায়েজ করার জন্য স্বাধীনতা টেনে আনবেন না। অপরাধ অপরাধই।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

নিরীক্ষক৩২৭ বলেছেন: হ ভাই, আমাদের প্রচুর তেল, গ্যাস, সোনা, রূপার খনি আছে তো। মেলা ধনী আর ক্ষমতাশালী জাতি আমরা। অন্যরা তাই আমাদের দেখতে পারে না, তাই ষড়যন্ত্র করতে থাকে। হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবি, আলজাজিরা এরা সবাই মিথ্যা বলে। সত্যবাদী যুধিষ্ঠির আমাদের এমপিরা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১

ঢাবিয়ান বলেছেন: @আমি সাজিদ , লেখক পাপ থেকে দায়মুক্তির জুস খেয়ে পোস্ট দিয়েছেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮

রানার ব্লগ বলেছেন: আল জাজিরার জি বাংলা টাইপ সিরিয়াল দেখে দুই টাইপ লোক আনন্দিত এবং নফল নামেজের উপরে আছে

১. যাদের সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ব্যাপক এলার্জি ছিলো।
২. বিএনপির রিজভী ফকরুল যারা এমন কিছু একটা চাচ্ছিলেন, কারন তদের নিজেদের হ্যাডম নাই জনগনকে সাথে নিয়ে কিছু করার।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

স্প্যানকড বলেছেন: আদৌ কি স্বাধীন হয়েছি ? চেতনার বড়ি রোজ গিলা। এখন বমি করতে ইচ্ছে করে। এত খুশী হওয়ার কিছু নাই আবার দূঃখ হওয়ার কিছু নাই। চলছে সার্কাস চলুক !

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের চোখ দিয়েই আমাদের দেশকে দেখতে হবে।আল জাজিরার চোখ দিয়ে যারা দেখতে চান তারা দিন কানা।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: সম্পূর্ন সহমত।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৫

কবিতা ক্থ্য বলেছেন: @মাজেদুল-

ভাই আলজাজিরা রে দেখলেন- ওরা কি কইলো বা দেখাইলো- দেখলেনও না শুনলেনও না।

আপনি ভাই ২ টা উত্তর দেন-
১) ২/৩ জন খুনি + সন্ত্রাসীর ভাই কেমন করে ১টা দেশের সেনাপ্রধান হয়।
২) জোসেফ কেমন করে ছাড়া পায়?- যে কি অগনিত মানুষ খুন করে মৃত্যুদন্ডের আসামী।

হারিসের কথা কইলাম ই না কিসু।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার বিবেকে ও দৃষ্টিতে যাহা গ্রহণযোগ্য অন্যের কাছে তা অসঙ্গতি মনে হতে পারে - তার মানে এই নয় যে তার মাথায় শয়তান ভর করেছে। যে যে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়েই সমাজ ও রাষ্ট্রের সমস্যাগুলো বিশ্লেষণ ও বিচার করবে।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮

সড়কযোদ্ধা বলেছেন: বাংলাদেশ সাধিন দেশ সড়কে লাশ আর লাশ, সড়ক ঘাতকদের উল্লাস, প্রতিদিন ৬৪ জন - হত্যাকাণ্ডের শিকার কিন্তু এক জন ঘাতক ধরার নজির নেই !! ধিক ! থু !!!!

মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডঃ
জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপার না হলে জরিমানা, কিন্তু জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপারা হত্যাকাণ্ডের শিকার হলে দ্বায় কার? কোন ধারা'র অপরাধ??
প্রথমে পুলিশের তদন্ত রিপোর্ট দেখুন - আর মেডিক্যাল সার্টিফিকেট দেখুন- পড়ুন! তদন্ত রিপোর্ট নাকি পরিবহন মালিকের পক্ষে সুপারিশ নামা ?? তদন্ত প্রতিবেদনে কৌশলে এড়িয়ে গেলেন যে ভিকটিমকে জেব্রাক্রসিঙের উপর প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার পর তার গায়ের উপর ঠাণ্ডা মাথায় গাড়ি উঠিয়ে দেয়... ঘাতক গাড়ি রেখে চলে যায় ...মালিক এসে গাড়িটি নিয়ে যায়, একদিন গাড়ি বসা থাকলে মালিকের অনেক লস......অথচ আজ ২ বছরেও ঘাতককে ধরা হলনা ? গাড়ির হেল্পারকে আসামী করা হলনা?? গাড়ির চালক নাকি এখনও সেই গাড়িটিই চালাচ্ছে!!

প্রতিদিন ৬৪ হত্যাকাণ্ড সড়কে - মাত্র একজন ঘাতক ধরার কি কোন নজির আছে? ধরাই যদি না হবে - বিচার হিবে কিসে? আর পুলিশ যে রিপোর্ট দিবে তার উপর বিচার হবে!! মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হল, সরকারি কুর্মিটোলা হাসপাতাল পুলিশ কেসের ভয়ে চিকিৎসা না করে বারান্দায় বিনা চিকিৎসায় ফেলে রাখে, আমরা ২ ঘণ্টা পর জানার পর - ঢাকা সি এম এইচ নিয়ে যাই, সিএমএইচ "লাল" কালিতে ডেড সার্টিফিকেট দেয় যেখানে লেখা "received dead body- কিন্তু পুলিশ তদন্ত রিপোর্ট দেয় যা তাদের মনের মত যেমন প্রথমেই পুলিশ বলছে, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে !!!! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন !!!! কোন হাসপাতালে ভর্তি ছিল? বা কোন হাসপাতালে চিকিৎসা দিয়েছিল? পুলিশ আরও সুপারিশ করেছে "মামলা থেকে মালিক - পরিচালকদের অব্যাহতি দেয়ার জন্য কারন হিসেবে বলেন, ভিকটিম চিকিৎসাধিন অবস্থায় মারা যায় - আমি পুলিশের কাছে জানতে চাই, কথায় আমার সন্তান ভর্তি ছিল ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়? পুলিশ আমার সাথে খারাপ আচরন করে বলে আদালতে নারাজি দিন, Adv Md Rejaul Karim
আদালনে নারাজি জমা দেয়, কিন্তু আদালত তা গ্রহন করে না - পুলিশের রিপোর্টে রায় - সকলেই মামলা থেকে অব্যাহতি !! আমি কার কাছে বিচার চাইব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.