নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এটা কি একটি রাষ্ট্র কিংবা রাজনীতির রূপরেখা হওয়া উচিৎ?

২৪ শে জুন, ২০২১ রাত ৩:৪৬

এখনো বাংলাদেশের প্রত্যেকটা পদক্ষেপে সরকারকে বিভিন্ন দেশ থেকে ঋন নিতে হয়।
যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজেদের পক্ষে কোন সিদ্ধান্তই নিতে পারেনা।

আমাদের দেশের মূর্খরা বিষয়টি কবে বুঝবে?

এতো কিছুর পরও আমরা কেমনে বলি যে, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ছলতেছি?

জানি বিষয়টি হয়তো আপনার বুঝে ধরবে না। কারণ আপনিতো ভাইয়ের রাজনীতিতে বিশ্বাসী।

আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু বলবো একবার টান্ডা মাথায় দেশের ঋণের কথা চিন্তা করুন।

মনে রাখবেন. প্রত্যেকটি ঋণের সাথে কিন্তু একটি চুক্তি সাক্ষরিত হয়।

আপনি কি জানেন কি থাকে সেই চুক্তিতে?

আমরা ব্যাক্তিগত স্বার্থের কাছে দেশটাকে শুধুই ঋণগ্রস্থ করছি। দলীয় নাম প্রচার করতে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে দেশ এবং দেশের মানুষকে অন্যের হাতে ঠেলে দিচ্ছি বারংবার।

আজ পর্যন্ত কোন সরকার কি এই সমস্যা সমাধানের যুক্তিগত কোন উদ্যোগ নিয়েছে?

জানি অনেকেই আমাকে বলবেন, আমি মনে হয় সবজানতার ভান করতেিছি।

এই ছোট বিষয়টি জানার জন্য সবজানতা হওয়ার প্রয়োজন নাই।

আর হ্যাঁ ঋণ না নিলে যদি আমরা অন্য দেশ থেকে পিছিয়ে থাকি তাওতো ভালো। তাবে নিজেদের সম্পত্তির সঠিক ব্যাবহার করলে আমরাও পারতাম উন্নত দেশের তালিকায় স্থান করে নিতে।

আজ আমাদের পাঠের বাজার ধ্বংস, কাপড়ের বাজার অনেকটা ধ্বংসের মুখে। আমাদের প্রাকৃতিক গ্যাসে কি আমাদের পূর্ণ অধিকার আছে?

প্রশ্ন করেছেন কখনো?

ভাই/বন্ধু এবং আরো যারা আছেন, আপনি আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই। উপরোক্ত বিষয়গুলো আমাদের সকলের। আপনি/তুমি যেকোন দল কর কিন্তু দেশের স্বার্থে প্রতিবাধী হও।

আমরাতো আমাদের জনপ্রতিনিধীদের গোলাম নই, বরং উনারাই আমাদের হয়ে কাজ করার জন্য বেতনবুক্ত। তবে কেনো আমরা তাদেরকে প্রশ্ন করি না। উল্টা দেখা যায় যে, তারাই আমাদের উপর চড়াও হয়।
এটা কি একটি রাষ্ট্র কিংবা রাজনীতির রূপরেখা হওয়া উচিৎ?

ভূল হলে ক্ষমা করবেন।
কিন্তু সত্য বলা থেকে বিরত থাকবো না।

গত একবছরের স্টাডি থেকে ব্যক্তিগতভাবে কিছু তথ্য কালেক্ট করেছি, ইনশাআল্লাহ প্রমানসহ খুব শীগ্রই প্রকাশ ইচ্ছা আছে।

আবারো বলছি আমি কোন দল মতে বিশ্বাসী নই। যেখানে মিথ্যা সেখানে আমি সত্য নিয়েই দাড়াবো।

-মাজিদুল ইসলাম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:২২

হাবিব বলেছেন: জোর যার মুল্লুক তার। করবেন কি বলেন। আমরা সবই বুঝি কিন্তু মুখ খোলা বারণ

২| ২৪ শে জুন, ২০২১ সকাল ৮:০৪

কামাল১৮ বলেছেন: দেশ বিক্রি করার কোন গোপন চুক্তি থাকলে ফাঁস করে দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.