নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রাজনিতি আমাদেরকে এতাটাই অন্ধ করে দিয়েছে যে...

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৬

স্বর্ণাক্ষরে কোরআন লিখে রাখার নাম ইসলাম ধর্ম নয়।
স্মৃতিসৌধ, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করার নাম বাংলাদেশি নয়।

অনেক টাকা খরচ করে মসজিদের বিল্ডিং সুন্দর করার নাম ইসলাম নয়।
হাজার হাজার কোটি টাকা দিয়ে সুবর্ণজয়ন্তী পালন দেশ প্রেম নয়।

বড় বড় ওয়াজ মাহফিল করার নাম ইসলাম নয়,
দেশের সম্পদ খরচ করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকি পালন দেশ প্রেম নয়।


ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। যে ধর্ম মানুষের স্বার্থে সমাজের স্বার্থে কাজ করবে তার নামই ইসলাম।
বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় সহজ সরল জাতি, যেখানে নিজে না খেয়ে অন্যকে খওয়ানোকে সবচেয়ে বেশি প্রধান্য দেয়া হয়, এর নামই বাংলাদেশ।

রাজনিতি আমাদেরকে এতাটাই অন্ধ করে দিয়েছে যে, আমরা ইসলাম বলতে বুঝি অনেক সুন্দর মসজিদ, বড় বড় মাজার, দাড়ি/টুপি জুব্বাওয়ালা পির/আউলিয়া আর বাংলাদেশ বলতে বুঝি শেখ মুজিব, জিয়াউর রহমান, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ...

আমরা হয়তো ভুলেই গেছি যে, এই উপরোক্ত বিষয়গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যান, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা।

কিন্তু আমরা মানুষের কথা না ভেবে শুধুমাত্র বাহ্যিক বিষয়াদি নিয়েই ব্যাস্থ।

আওয়ামিলিগ বক্তব্য শুরু করে শেখ মুজিবকে দিয়ে, বিএনপি বক্তব্য শুরু করে জিয়াউর রহমানকে দিয়ে, হুজুররা ওয়াজ শুরু করেন পির আউলিয়াদের দিয়ে।

সাধারণ মানুষের কথা কেউ বলে?
কেউ না।
সবাই শুধুই সিম্পতি দেখায়, আর নিজের পকেটটা বড় করে।

পত্র/পত্রিকা খুললেই দেখা যায়, নেতা নেত্রীদের খবর, মিডিয়া স্টারদের খবর, বড় বড় হুজুরদের খবর। অথচ যারা এদরেকে তৈরী করলো সেই সাধারণ জনগনের খবর কেউ প্রকাশ করতে চায়না।

একজন নর্তকিকে নিয়ে সারাদেশ মেতে থাকে অথচ একজন একজন মা ক্ষুধার যন্ত্রনায় রাস্তায় পড়ে কাতরায় কেউ দেখে না।

অনেক কিছুই লিখতে ইচ্ছে হয়, কিন্তু সময় ভালো না।

ধন্যবাদ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮

আহমেদ জী এস বলেছেন: মাজিদুল ইসলাম,




সহমত। দেশের কোনও জায়গাতেই সাধারণ মানুষ নেই।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ইসলাম এবং রাজনীতি এক জিনিস নয়। এই দুইটা বিষয় আলাদা থাকলেই ভালো। দুটা একসাথে মিলাতে গিয়েই যত বিপত্তি।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম নিজে পালন করার বিষয়।
অন্যরা কি করলো না করলো সেসব নিয়ে গুতোগুতি করলেই যত বিপত্তি।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩১

নূর আলম হিরণ বলেছেন: একজন ক্ষুধার্থ মা ও তার বাচ্চা কিংবা একজন কিশোরী টোকাইর নির্ঘুম রাত, ঋণগ্রস্থ গ্রামের এক হতদরিদ্র কৃষক এসব নিয়েই সরব থাকা উচিত ছিল।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫

বিটপি বলেছেন: ধর্ম কেবল নিজে পালন করার বিষয় নয়। সামাজিক ভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে না পারলে ধর্ম বা দেশত্ববোধের আলাদা কোন মূল্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.