নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নাপা বিতর্কের ইতি

১৮ ই মার্চ, ২০২২ রাত ১:৫৪

নাপা বিতর্কের ইতি এরকম কিছু একটা হবে সেটা আগেই জানতাম...

কিন্তু প্রশ্ন হচ্ছে এই মা নাপা'র মালিকের টাকার বলি হচ্ছে নাতো ?

Is there everything alright????

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৬

সোবুজ বলেছেন: তদন্তে সব বেরিয়ে আসবে।

২| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৪

নতুন বলেছেন: গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন


ধরে নিন এই নাপা খেয়েই অসুস্থ হয়েছিলো বাচ্চা দুটি।

এই ব্যাচের সব নাপাতেই এই সমস্যা থাকার কথা!
সারা দেশেই এই ব্যাচের নাপা দোকানে যাবার কথা।
সারা দেশে কি অন্য কোন শিশু অসুস্থ হবার খবর পেয়েছেন?

এতো বড় একটা কম্পানি এক ব্যাচে শুধু ১ বোতল নাপা উতপাদন করেনা।

৩| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: নতুন বলেছেন: গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন


ধরে নিন এই নাপা খেয়েই অসুস্থ হয়েছিলো বাচ্চা দুটি।

এই ব্যাচের সব নাপাতেই এই সমস্যা থাকার কথা!
সারা দেশেই এই ব্যাচের নাপা দোকানে যাবার কথা।
সারা দেশে কি অন্য কোন শিশু অসুস্থ হবার খবর পেয়েছেন?

এতো বড় একটা কম্পানি এক ব্যাচে শুধু ১ বোতল নাপা উতপাদন করেনা।

আপনার সাথে দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই, যতটুকু জেনেছি একটা ব্যাচ এ এই সিরাপ উৎপাদন হয় প্রায় ১,৬৬,০০০ বোতল, তাহলে আরো হাজার হাজার বাচ্চারা নিশ্চয়ই এই সিরাপ খেয়েছে, তাদের কি কিছু হয়েছে ?

কিন্তু এই পোস্ট এর লেখক বলছেন,"নাপা বিতর্কের ইতি এরকম কিছু একটা হবে সেটা আগেই জানতাম.."

তাহলে লেখক কি কি জানতেন? তা বিস্তারিত জানানো উচিত নয় কি?

৪| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: এই মা মনে হয় মেন্টাল
আর মেন্টালের কারণ তার অন্ধ হাসব্যান্ড
আর তার পরিবার।
বাংলাদেশে বেশিভাগ মেয়েদের নিজেদের পছন্দ অপছন্দের গুরুত্ব না দিয়ে বিয়ে দেওয়া হয় পরিবারের চাপে।

কাজেই সবার আগে এই পরিবার দায়ী।
আর দায়ী সমাজ ব্যবস্থা আর অজ্ঞতা।

সব মিলিয়ে এই মানসিক রোগীর সৃষ্টি হয়েছে যার বলি দুইটা নিস্পাপ শিশু..... :(

এই মেন্টালকে মেন্টাল হসপিটালে পাঠানো হোক।
চিকিৎসার পর ৩ বার শাস্তি
নিজের সন্তান হত্যা
পরোকীয়া
নাপা ঔষধের নামে মিথ্যা গুজব রটিয়ে দেশ শুদ্ধু হয়রানী করা।

মেন্টাল হোক আর যাই হোক শাস্তি থেকে মুক্তি নাই।

৫| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: আরো গভীর তদন্ত হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.