নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এবং তার জনগণ

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪


আমরা একটু হলেও হুজুগে জাতি...
কোন কিছু শুরু হলেই সারা, সবাই সেটা নিয়ে টানাটানি করবেই।

এই যেমন, রোজা মাস আসলেই সবাইকে পোস্ট করতেই হবে যে, প্রথম তারাবীহ পড়লাম, প্রথম সাহরী খেলাম, প্রথম রোজা রাখলাম, প্রথম ইফতার করলাম...

এগুলো পোস্ট না করলে কি রোজা হবে না?

জেনে রাখা ভালো, এরকম পোস্ট কিন্তু আপনার রোজা এবং সকল আমল নস্ট করার জন্য যথেষ্ট।

আর এখন নতুন নাটক শুরু হয়েছে কপালের টিপ...

রেখেছ বাঙালি করে, মানুষ করনি।” কবিগুরু এমনি আক্ষেপ করে এই কবিতাটি যখন লিখেছিলেন তার প্রেক্ষাপট নিশ্চয়ই ভিন্ন ছিল।

কিন্তু কথাটা যে তিনি ভূল বলেননি তা প্রতিনিয়তই আমরা বাঙ্গালীরা প্রমাণ দিয়েই যাচ্ছি।

প্রশাসনের দূর্নীতি, কালো বাজারি, অবৈধ ব্যাবসা এসবের বিরোদ্ধে আন্দেলনের কোন হদিস নেই, সবাই আছে টিপ নিয়ে....

এসব নিয়ে লিখতে চাইনা, কিন্তু নিজেকে ধরে রাখতেও পারি না।

আরে ভাই প্রতিবাধ করতে চানতো, প্রতিবাধ করেন কেনো দেশের এতো এতো টাকা খরচ করে ভারত থেকে শিল্পি এনে প্রোগাম করা হলো?
দেশের মানুষ সরকারি চালের জন্য ট্রাকের পিছনে ঝূলে থাকে আর উনারা জনগণের টাকার এমন অপব্যাবহার কেনো করবেন ?

নাহ, এসবের প্রতিবাধ কেউই করবে না...

এই যেমন রোজা মাস আসতেই কাট-মোল্লাদের তর্ক/বিতর্ক শুরু হয়ে গেছে তারাবিহ'র নামাজ ৮ নাকি ২০।
অথচ মসজিদে গেলে দেখা যায় সবাই অপেক্ষা করে ইমাম সাহেব কখন রুকুতে যাবেন, সাথে সাথে বাকি সবাই এসে নামাজে শরীক হবে।

এমন নামাজ আর আমল দিয়ে কি কোন কাজে আসবে।

জানি আমার লেখা দেখে অনেকের গায়ে চুলকাবে, কিন্তু সমাধান একটাই, ১০০ হাত দূরে থাকুন। আর ভালো থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫০

সোবুজ বলেছেন: গান বাজনা হারাম।নতুন শিল্পী আর হয় না।তাই ভারতই ভরশা।কয়েক দিন পর ভারতেও শুধু কির্তনের শিল্পী পাওয়া যাবে।তখন আমেরিকা ইউরোপ ছাড়া আর কোথাও শিল্পী পাওয়া যাবে না।ধীরে ধীরে শিল্পীর ধারনাটাই বিলুপ্ত হয়ে যাবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: জনগন মনে হয় মজা নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.