নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম

গোড়ামী বাদ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করুন

মাজিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের চরিত্রঃ

০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

আপনি মুসলমানের সংস্কৃতি ছাড়া অন্য যেকোন সংস্কৃতি অনুসরণ করেন, আপনি কিন্তু সামাজিক।

আপনি হিন্দু, আপনি খৃষ্টান, আপনি বৌদ্ধ, আপনি নাস্তিক, আপনি...... আপনি কিন্তু অনেক ভালো মানের সামাজিক, চেতনাবাজ, বুদ্ধিজিবি, দেশপ্রেমিক, স্বাধীনতার স্বপক্ষের লোক, ভদ্র সমাজের ভদ্র নাগরিক।

আর আপনি একজন খাটি মুসলমান...

সবাই আপনাকে খ্যাত বলবে, আনকালচারড বলবে, অভদ্র বলবে, দেশদ্রোহী বলবে...

মানতে চান না?

কিছুদিন আগে যখন টিপ নিয়ে কেউ কিছু বলছিলো তখন সারা দেশের সকল তথাকথিত বুদ্ধিজিবি/শিক্ষিত/ভদ্ররা এক সাথে আন্দোলন করে, যার ফলোশ্রূতিতে ঐ পুলিশ কর্মকর্তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। এবং আইনের আওতায় আনা হয়।

কিন্তু এতোদিন যে, মুসলমান মেয়েদের বোরকা আর হিজাব নিয়ে অনেকের খারাপ মন্তব্যের জন্য কি কাউকে আইনের আওতায় আনা হয়েছে?

এ কেমন সামাজিকতা?

সকল সামাজিকতা কি অন্যদের জন্যই শুধু, মুসলমানরা কি সামাজিকতার অংশ নয়?

আমি কারো সংস্কৃতিকেই ছোট করে দেখি না। প্রত্যেক মানুষকেই তার নিজস্ব সংস্কৃতি পালন করার ১০০% অধিকার আছে।
সুতরাং অন্যের নিজস্ব সংস্কৃতি নিয়ে টানাহেচড়া করার অধিকার কিন্তু কারোরই নেই।

পরিশেষে বলতে চাই, বাংলাদেশটাকে বাংলাদেশই থাকতে দেন, তথাকথিত বুদ্বিজিবিদের দেশ বানাবেন না দয়া করে।

>>ধন্যবাদ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

জ্যাকেল বলেছেন: ঠিক আছে, খাটি মুসলমান কাকে বলে উদাহরন সহ দয়া করিয়া বুঝাইয়া দিবেন।

২| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: টিপ বা হিজাব বোরকায় কোন সমস্যা নেই। সমস্যা আমাদের অন্তরে, যেখান থেকে পরচর্চা, ক্রোধ, হিংসা, লোভের জন্ম হয়।
আর হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, মুসলমান, নাস্তিক নিয়ে যেসব বললেন, সেসসবও আপনার নেগেটিভ চিন্তাধারার উৎকট উদগীরন। খোলা মন নিয়ে সুবিবেচনায় আসুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। মানুষ হিসেবে মানুষকে ভালবাসুন, ধর্মের বিবেচনায় নয়।

৩| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

সোবুজ বলেছেন: বোরখা পড়া কি আপনার সামাজিকতার অংশ নাকি ধর্মীয় নির্দেশ।আমরা যখন লেখাপড়া করতাম, একজনকেও দেখিনাই বোরখা পড়ে স্কুল কলেজে আসে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৪৩

জটিল ভাই বলেছেন:
আমাদের মা-খালা-নানিরা যুগ-যুগ বোরকা পরলেও বোরকা বাঙালি সাংস্কৃতির অংশ হতে পারলো না। কিন্তু অন্যান্য পোশাকের কথা না বলে সবাইতো সচৌক্ষেই দেখছেন........

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:০২

নূর আলম হিরণ বলেছেন: আপনি বলছেন একজন খাঁটি মুসলমান হলে সবাই বলবে আনকালচার্ড, অভদ্র, দেশদ্রোহী! আপনি এই পর্যন্ত কয়জনকে বলেছেন? এই ব্লগে, সনেট কবি আছে, নতুন নকিব আছে, কামরুজ্জামান আছে তাদের কয়জন এমন বলেছে? আমার আশেপাশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 99% এমন বলবে না! কোনো কিছু লিখলেই সত্য হয়ে যায় না!

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: চরিত্র খারাপ করেছে আসলে ধার্মিকেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.