নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

"নাক না গলাতে আমেরিকাকে চীনের হুসিয়ারী"--এবার শিয়ানে-শিয়ানে লড়াই?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪

এম বি ফয়েজ।। ২০ সেপ্টেম্বর: পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্বে নাক না গলাতে আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।



জাপানের সঙ্গে চীনের দ্বন্দ্বে টোকিওকে একপেশে সহায়তা দেয়া ও নিরপেক্ষ না থাকার বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছে বেইজিং।



চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, দ্বীপের মালিকানা সংক্রান্ত চীন-জাপান বিরোধে মার্কিন সরকারের নিরপেক্ষ থাকা উচিত।



আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস সম্প্রতি এক বিবৃতিতে বিতর্কিত ওই দ্বীপগুলোর ওপর জাপানের মালিকানার দাবিকে সমর্থন জানিয়েছেন।



এর আগে গত পরশু (বুধবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুং লি দিয়াইয়ু দ্বীপপুঞ্জকে চীনের মালিকানাধীন বলে উল্লেখ করেছেন।



জাপান এই দ্বীপগুলোকে সেনকাকু দ্বীপপুঞ্জ বলে উল্লেখ করে থাকে। দেশটি ১৮৯৫ সালে এ দ্বীপপুঞ্জকে নিজ সীমানার অন্তর্ভুক্ত করে নিলেও বেইজিং বলছে, ওই এলাকা শত শত বছর ধরে চীনের অন্তর্ভুক্ত ছিল এবং জাপান তা অবৈধভাবে দখল করেছে।



কোনো কোনো বিশ্লেষক বলছেন, আমেরিকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের কৌশলগত সামরিক উপস্থিতিকে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নের জন্যই চীন-জাপান বিরোধকে উস্কে দেয়ার চেষ্টা করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.