![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।
এম বি ফয়েজ।। ১৫ ডিসেম্বর: সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এর জের ধরে এবার খুন হয়েছেন কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’র মহাসচিব আম্মার আল-ওয়াভি। সিরিয়ার তাকফিরি বিদ্রোহীরা তার গলা কেটে হত্যা করেছে।
আম্মার নিজে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-আবাবিল ব্রিগেডের কমান্ডার ছিলেন। তুরস্ক থেকে তিনদিন আগে সিরিয়ার মাটিতে আসার পর আম্মার এবং তার একজন সঙ্গীকে আটক করে তাকফিরি সন্ত্রাসীরা। এরপর শনিবার তাদেরকে হত্যা করা হয়।
গত বুধবার মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছিল- ইসলামিক ফ্রন্টের সন্ত্রাসীরা এফএসএ’র সদরদপ্তর দখল করে নেয়ার পর এর কমান্ডার জনারেল সেলিম ইদ্রিস তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর জেনারেল ইদ্রিস গত ৮ নভেম্বর তুরস্ক থেকে কাতারে পালিয়ে গেছেন।
তাকফিরি সন্ত্রাসীরা তুর্কি সীমান্তের কাছে আতমেহ শহরে এফএসএ’র বেশকিছু ঘাঁটি দখল করে নিয়েছে। এসব ঘাঁটিতে প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল। এছাড়া, কথিত এই ইসলামিক ফ্রন্ট তুর্কি সীমান্তবর্তী বাব-আল শহরের একটি ক্রসিং পয়েন্টের দখল নিয়েছে। আগে ক্রসিং পয়েন্টটি এফএসএ’র নিয়ন্ত্রণে ছিল।
তথ্যঃ তেহরান বাংলা রেডিও।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
বোকার হদ্দ বলেছেন: ইঙ্গ-মার্কিন শক্তি কথিত জেহাদী বিদ্রোহীদেরকে মুলো দেখিয়ে গাছে তুলে এখন মই নিয়ে চলে গেছে। যা হওয়ার তাই হচ্ছে এখন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: আপনি সিরিয়া নিয়ে ব্যস্ত, আন্তর্জাতিক ডোডো?