নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

“আমরা যে দেশে বাস করি”

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

আমরা যে দেশে বাস করি সে মহান দেশের নাম একটি নয়, দুটি নয়, মোটতে তিন তিনটি।

বিশ্বের সব চাইতে বড় সংসদের দেশ;

দুনিয়ার সবচেয়ে বড় গনতান্ত্রিক,

এ দেশে নানা ধর্ম, নানা জাতির বাস।

এ দেশের রাষ্ট্র সংগীতে পঞ্চম জর্জকে “ভাগ্য-বিধাতা” বলা হয়েছে।

এ দেশের মাটিতে পা রেখেই,

মহান আলেকজাণ্ডার বলেছেন, “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ”।

এ দেশের ভাবী প্রধান মন্ত্রী মিথ্যাচারে নির্বাচিত হ’তে চান!

এ দেশের মহান নেতা ধর্ষনের পক্ষে সাফাই গান!

এ দেশে বৈধ একাধিক বিবাহে আইন করে বাধা দান!

তাই, আমরা যে দেশে বাস করি,

তাঁরই নাম India, ভারতবর্ষ ও হিন্দুস্তান।

এদেশ সাম্প্রদায়িক-সম্প্রতি দেখাতে,

জিন্নাকে উপহার দিয়েছে পাকিস্তান;

এদেশে জাতির পিতাকে হত্যা করে,

নাথুরাম গডসে পায় বীরের সম্মান।

এদেশের ইতিহাস লুপ্ত করে যারা,

গদিতে বসে জুড়ায় প্রাণ;

তাদের কণ্ঠে শোভা পায় কি?

"বন্দে মাতরম" জয় গান!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

এম বি ফয়েজ বলেছেন: “আমরা যে দেশে বাস করি”

আমরা যে দেশে বাস করি সে মহান দেশের নাম একটি নয়, দুটি নয়, মোটতে তিন তিনটি।
বিশ্বের সব চাইতে বড় সংসদের দেশ;
দুনিয়ার সবচেয়ে বড় গনতান্ত্রিক,
এ দেশে নানা ধর্ম, নানা জাতির বাস।
এ দেশের রাষ্ট্র সংগীতে পঞ্চম জর্জকে “ভাগ্য-বিধাতা” বলা হয়েছে।
এ দেশের মাটিতে পা রেখেই,
মহান আলেকজাণ্ডার বলেছেন, “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ”।
এ দেশের ভাবী প্রধান মন্ত্রী মিথ্যাচারে নির্বাচিত হ’তে চান!
এ দেশের মহান নেতা ধর্ষনের পক্ষে সাফাই গান!
এ দেশে বৈধ একাধিক বিবাহে আইন করে বাধা দান!
তাই, আমরা যে দেশে বাস করি,
তাঁরই নাম India, ভারতবর্ষ ও হিন্দুস্তান।
এদেশ সাম্প্রদায়িক-সম্প্রতি দেখাতে,
জিন্নাকে উপহার দিয়েছে পাকিস্তান;
এদেশে জাতির পিতাকে হত্যা করে,
নাথুরাম গডসে পায় বীরের সম্মান।
এদেশের ইতিহাস লুপ্ত করে যারা,
গদিতে বসে জুড়ায় প্রাণ;
তাদের কণ্ঠে শোভা পায় কি?
"বন্দে মাতরম" জয় গান!

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

বাংলার ঈগল বলেছেন:

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

এম বি ফয়েজ বলেছেন: আপনার যথার্থ মূল্যায়নের জন্য অসংখ্য ধন্যবাদ। সঠিক মতামত পেলে ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.