নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

বিটিএডি কাণ্ডে কংগ্রেস দ্বিধা-বিভক্তঃ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী "শাসক-বিরোধী "বিধায়কদের

০৭ ই মে, ২০১৪ রাত ১:০০

গোয়াহাটী ৬ই মে।। এম বি ফয়েজ।।



হিংসাজর্জর অসমের বিটিএডিতে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। বাকসা জেলায় নরসংহার যজ্ঞে এখন অবধি ২৪ জনের মরদেহ উদ্ধারের পর আজ নারায়নগুড়িতে বেকি নদীর জলে ভেসে উঠে জাহানারা বেগম নামে এক মহিলার মৃত দেহ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২৫। অন্যদিকে, কোকড়াঝাড় ও বাকসা জেলা মিলিয়ে সাম্প্রতিক নরমেধ যজ্ঞে মৃতের মোট সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৮জনে। এখনো ২১ জন মুসলমান নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।



রাজ্যের মুখ্যমন্ত্রী তরুন গগৈ যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বেও রয়েছেন, আগামী কাল দাঙ্গাপীড়িত বিটিএডি পরিদর্শনে যাচ্ছেন। তাঁর সাফ ঘোষনা, হিংসায় বিপিএফ জড়িত থাকলে তাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ছেদ অবশ্যম্ভাবী। আর অবড়োদের হাতে অস্ত্র নয় বলেও সাফাই গাইলেন গগৈ। কেননা, বিরোধীরা বলছে, আম-জনতার হাতে অস্ত্র দিয়ে গৃহযুদ্ধের সূচনা করছে রাজ্য সরকার।



বিরোধী এ আই ইউ ডি এফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল আজ গৌহাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী তরুন গগৈর নেতৃত্বাধীন রাজ্য সরকার ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার আহ্বান জানান। এ সরকার সংখ্যালঘু জনগনের জান-মাল রক্ষায় সম্পুর্ন ব্যর্থ বলে তাঁর দাবী।



এছাড়া, শাসনাধিষ্ঠ কংগ্রেস দলের মধ্যেও আভ্যন্তরীন কোন্দন মাথাচাড়া দিয়ে উঠছে। গগৈ মন্ত্রীসভার ২৪জনেরও অধিক বিধায়ক প্রকাশ্যে মুখ্যমন্ত্রী তরুন গগৈর পদিত্যাগ দাবী করছেন। তাদের স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী বিটিএডি এলাকায় সংখ্যালঘু মানুষের জান-মাল রক্ষায় সম্পূর্ন ব্যর্থ। মুখ্যমন্ত্রীর দক্ষিণ হস্ত বলে পরিচিত বিধায়ক ভুপেন বরা আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছেড়ে দেবার পরামর্শ দেন। প্রবীন নেতা ও বিধায়ক রামেশ্বর থানোয়ার ও সংবাদ সন্মেলন ডেকে মুখ্যমন্ত্রী তরুন গগৈর পদিত্যাগ দাবী করেন। বড়োল্যাণ্ড কাণ্ডে মুখ্যমন্ত্রীর নিষ্ক্রীয়তা সম্পর্কে দলীয় হাইকমাণ্ডকে লিখবেন বলে গগৈ মন্ত্রী সভার প্রভাবশালী মন্ত্রী ছিদ্দেক আহমেদ আজ সাংবাদিকদেরকে জানান। এছাড়া বিধায়িকা রুমি নাথ ও সুস্মিতা দেব সহ বিধায়ক কমলাক্ষ দেবও ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন। তবে মুখ্যমন্ত্রী তরুন গগৈ যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করে চলে না যাবার প্রত্যয় ব্যক্ত করছেন। উল্লেখ্য, গগৈ মন্ত্রী সভার অন্যতম প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন, এবার কিন্তু রহস্য জনক নীরবতা পালন করছেন।



এম বি ফয়েজ।

গোয়াহাটী, অসম।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.