নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

খিলঞ্জীয়া অসমীয়া জনতার বুকে গগৈর বর্বর আরক্ষীর গুলি-চালনার প্রতিবাদে অসম বন্ধ পালিত হচ্ছে।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

(এম বি ফয়েজ)

গোয়াহাটী, অসম ২১শে আগষ্ট।। গোলাঘাট জেলার উরিয়ামঘাটে অসম আরক্ষীর ধারাসার গুলি বর্ষনে তিন অসমীয়া লোকের মৃত্যুর প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসম কৃষক মুক্তি মোর্চা, আশু, আটসা, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও অন্যান্য দশটিরোও অধিক সংগঠনের যৌথ মঞ্চ আহোত “অসম বন্ধ” সর্বাত্মক পালিত হচ্ছে। দাংগা-কবলিত গোলাঘাট জেলা সহ উজান অসমের সব ক’টি জেলা এবং নিম্ন অসমের শোনিতপুর, দরং, কামরূপ, গোয়াহাটী মেট্রো, নলবাড়ী, বরপেটা জেলায় ও সর্বাত্মক বন্ধ পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সর্বত্র দোকান-পাট বন্ধ রয়েছে এবং রাস্তা-ঘাটে কোন যান চলাচল পরিলক্ষিত হচ্ছে না। সাধারন জীবন যাত্রা সম্পূর্ন ব্যাহত হয়েছে এবং স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে নিম্ন অসমের বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলায় বন্ধের কোন প্রভাব পরিলক্ষিত হয়নি।



এদিকে, গোলাঘাট জেলায় অনির্দিষ্ট-কালীন সান্ধ্য-আইন বলবত রয়েছে; আরক্ষী ও সেনারা রাস্তায় রাস্তায় ফ্লেগ-মার্চ করছে। তথ্য ও জনসংযোগের মাইকে জনগনকে ঘরের বাহিরে বেরিয়ে না আসতে নির্দেশ দেওয়া হচ্ছে। পূর্বে আরোপ করা সান্ধ্য-আইনের পরিধি “রংগাজান থেকে গোলাঘাট পর্যন্ত” তা বাড়িয়ে বোকাখাত পর্যন্ত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.