নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

অসমে প্রলয়ঙ্করী বন্যায় ৫০০ লোকের সলিল সমাধির আশঙ্কা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

গোয়াহাটী ২২ সেপ্টেম্বরঃ জম্মু-কাশ্মীরের পর প্রলয়ঙ্করী বন্যার কবলে এবার অসমের গোয়ালপাড়া জেলার বলবলা-পাতালগুড়ি, কৃষ্ণাই, দুধন্‌ মেন্দীপথার, আদি অঞ্চল। গোয়ালপাড়া জেলা সংলগ্ন মেঘালয় রাজ্যের গারোপাহাড়ে গতকালের মুষলধারা বৃষ্টিতে প্রায় কুড়ি ফুট উঁচু জমা জল অভূতপূর্ব সংহারী রূপ ধারন করে কোনরূপ পূর্বাভাষ ছাড়াই হঠাৎ করে গোয়ালপাড়া জেলার দিকে প্রবাহিত হইতে থাকে এবং মুহূর্তের মধ্যে সৃষ্টি করা অভূতপূর্ব সংহারী বন্যার করাল স্রোতে বলবলা-পাতালগুড়ি এলাকার ১০০টি বাড়ী নিশ্চিহ্ন করা সহ প্রায় ৫০০ জন বাসিন্দা উঠিয়ে নিয়ে যায়। গোবাদি-পশু, মাঠের ধান, গাড়ী-বাড়ী সবকিছুই অপ্রত্যাশিত বন্যার তাণ্ডবে ভেসে গেছে। এখন বলবলা-পাতালগুড়ি, কৃষ্ণাই, দুধন্‌ মেন্দীপথার, আদি অঞ্চলে যেন মরিশালির নীরবতা বিরাজ করছে। বন্যা-বিধ্বস্ত এলাকায় টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা সহ যাবতীয় যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন রয়েছে। সরকারী তরফে উদ্ধার কার্য্য চালানো ও সম্ভবপর হচ্ছে না, যেহেতু পাহাড়ী খরস্রোতা জলের তাণ্ডবে কোনরূপ নৌকা চালানো সম্ভবপর হয়ে উঠছে না। কিছু মানুষ যদি বা বিধ্বস্ত এলাকায় গাছের ডালে কিংবা তো উঁচু ভবনের ছাঁদে উঠে কোনমতে বেঁচে আছে, তাঁদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ স্থাপন করা পর্যন্ত সম্ভবপর হচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্যা-বিধ্বস্ত প্রত্যন্ত অঞ্চলে জল বেড়েই চলেছে এবং যে একশটি বাড়ী ধুয়েমুছে সাপ করে ভাসিয়ে নিয়েছে সেগুলোর পাঁচ শতাধিক বাসিন্দাদের মধ্যে কারোও বেঁচে থাকার আশঙ্কা ক্ষীণ।



এম বি ফয়েজ,

গোয়ালপাড়া, অসম, ভারত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.