নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

হাইকোর্টের রায়ে বড়োল্যাণ্ড থেকে অবড়ো গ্রাম কর্তন।

২০ শে মার্চ, ২০১৫ রাত ১:০৮



(এম বি ফয়েজ) গোয়াহাটী ১৯ মার্চঃ গোয়াহাটী হাইকোর্ট সম্প্রতি এক ঐতিহাসিক রায়ে বড়োল্যাণ্ড টেরিটরিয়েল অটোনমাস ডিষ্ট্রিক্ট (বিটিএডি) এলাকা থেকে আটটি অ-বড়ো অধ্যুষিত গ্রাম কর্তন করার নির্দেশ দিয়েছেন।



বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে গোয়াহাটী হাইকোর্টের একটি একক বেঞ্চ উল্লেখযোগ্য এ রায় দান করে বাক্সা জেলার কাটনিপাড়া, লাফাকুচি, বেলগুরি পাথার, লক্ষ্মীপুর, দাঙ্গারীগাও, আথিয়াবাড়ী, চুতিয়া পাড়া ও আনন্দপুর সি ব্লক—এই আটটি গ্রাম বিটিএডি এলাকা থেকে কর্তন করার নির্দেশ জারি করেছেন।



উল্লেখ্য, বিটিএডি-গঠন-চুক্তি অনুযায়ী ন্যুনতম ৫০% শতাংশ বড়ো-জনগোষ্ঠীর লোক বসবাস না থাকা গ্রামগুলো বিটিএডি-র আওতায় আনা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যায়, রাজনৈতিক ফায়দা তুলতে অনেক বড়ো সংখ্যালঘু গ্রাম বিটিএডি-র এলাকাভুক্ত করে বড়োল্যাণ্ড টেরিটরিয়েল অটোনমাস ডিষ্ট্রিক্ট (বিটিএডি) গঠন করা হয়।



এমবিফয়েজ/গোয়া-বিসি/আইন/১৫



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.