নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

পাটনায় এটিএম লুঠের চেষ্টা, বাধা দিলে রক্ষীকে গলা কেটে খুন দুষ্কৃতীদের

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

পাটনাঃ এম বি ফয়েজ: নোট বাতিল হওয়ার পর দেশে এমন ঘটনা সম্ভবত এই প্রথম। পটনায় এটিএম লুঠের চেষ্টা হল এবার। ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন রক্ষী। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে শহরের মৌর্য লক এলাকায় সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএম বুথে হানা দিয়ে নগদ টাকা লুঠ করতে যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতী। বাধা দিলে তারা গলা কেটে খুন করে রক্ষীকে। নিহত রক্ষীকে দীপক কুমার বলে শনাক্ত করা হয়েছে। তাঁকে বুথের ভিতর মৃত উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়। রক্ষীর হত্যাকারীদের গ্রেফতার চান তাঁরা। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেন। কান্নায় ভেঙে পড়েন রক্ষীর পরিবারের সদস্যরা।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পটনার পুলিশ সুপার মনু মহারাজ। তিনি বলেন, অপরাধীরা ধরা পড়বেই। আমরা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি। ঘটনাস্থল থেকে পারিপার্শ্বিক প্রমাণও হাতে এসেছে।
জানা গিয়েছে, শহরের মৌর্য লক অভিজাত এলাকা বলে পরিচিত। সর্বক্ষণ পুলিশ পাহারা থাকে বলে এলাকাটি নিরাপদ বলেও সবাই জানে। কিন্তু সেখানেই কী করে এমন ঘটনা ঘটল, সেই প্রশ্নই উঠছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.