![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।
বিগত ১৭ই অক্টোবর ২০২৪ইং তারিখে মম প্রথমা দুহিতার (মাহি) বিয়ে সম্পন্ন হয়েছে যথারীতি ইসলামিক রীতি-নীতি মেনে চলে। এ উপলক্ষে আশানুরূপ জনসমাগম হয় হাইলাকান্দিস্থিত রাঙ্গাউটি ২য় খণ্ড গ্রামে এ অধীনের কুটিরে। দুলহা-দুলহীনকে দোয়া দানে কৃতার্থ করতে অন্যান্যদের মধ্যে এই মজলিসে উপস্থিত ছিলেন স্থানীয় জামিয়া-ইসলামিয়া-তৈয়ীবিয়া মাদ্রাসার হুজুরগন ও ছাত্র। এছাড়া, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বেশ কয়েকজন সরকারী কর্মচারীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেহেতু দুলহা-দুলহীন উভয়েই সরকারী কর্মচারী--এই সুবাদে। বিস্তারিত তথ্য সম্বলিত ভিডিও আপলোড করা হল।
©somewhere in net ltd.