নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদেরকে ঘৃনা করার সময় পাই না,যারা আমাকে ঘৃনা করে; কারন আমি তাদের নিয়ে ব্যস্ত,যারা আমাকে ভালোবাসে ।

মোঃ আরিফুজ্জামান

মোঃ আরিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ তোমায়

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭

ধন্যবাদ তোমায়

যে দিন তোমার সামনে আমি ধ্বংস হয়েছিলাম
তুমি কিছু বলোনি ...দাড়িয়ে ছিলে নির্বাক ..
হয়তো আমার তিলে তিলে শেষ হয়ে যাওয়াটাই
তাচ্ছিল্যের হাসি দিয়ে উপভোগ করছিলে ৷

তুমি যদি একটা বার বলতে..."চলে যেও না"...
আমি সত্যিই বেঁচে থাকতাম ....
তোমার ওই কথা গুলোকে আঁকড়ে ধরে ৷

তুমি একটা শব্দও করো নি .....
নিঃশব্দে হত্যা করেছ আমাকে.....
আবেগহীন পাথর করে দিয়েছ আমায় ...

আজ আমার সামনে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়....
সে আর্তনাদ আমায় সামান্য হলেও ভাবায় না..
আমি থাকি নির্বাক ...ঠিক যেমনটা তুমি ছিলে..
দেখে যাই অনুভুতির মৃত্যু .....

ধন্যবাদ তোমায়....
আমায় নিঃসার পাথর করে দেওয়ার জন্য.....

তোমার চোখে চোখ রাখতে চেয়েছি একটা বার
বুঝতে চেয়েছিলাম ওগুলোর ভাষা...
একটা বার পড়তে চেয়েছিলাম তোমায় ...

আর তুমি???
আমার চোখের অঝোর শ্রাবণ ই শুধু দেখেছিলে
বলেছিলে..."ওটা তো শুধুই নোনা জল"..
একটা বার বোঝনি প্রতিটা অশ্রু বিন্দু কি বলতে চাইছে....
তোমার দিকে চেয়ে আমার প্রতিটা পলক যে শত শত মহাকাব্য গড়েছে....
একটা বার পড় নি তা....

ধন্যবাদ তোমায়...
চোখের সব টুকু জল শুষে নেওয়ার জন্য...

বসন্তের কোন বিকেলে প্রাণ খুলে কিছু কথা বলতে চেয়েছিলাম .....
তুমি বললে," ওসবের সময় নেই!"
বাস্তবতার শিকলে বেধে দিয়েছিলে আমার কন্ঠ

ধন্যবাদ তোমায়....
আমায় চিরতরে নির্বাক করে দেওয়ার জন্য.....

এত অবহেলা,এত তাচ্ছিল্যের কি কারণ??
তোমায় ভালোবাসি ........এই তো????

তোমার সংবিধানের নিয়মে বড্ড ভুল করে ফেলেছি আমি ....
তাইতো, আমায় জ্বালিয়েছ,পুড়িয়েছ....
করেছ অসার....
তোমার যন্ত্রণার দগদগে ঘা আজও রয়ে গেছে মনে.....

তোমার রাজ্যে নিতান্তই অসহায় আমি...
তাইতো তুমি দেখিয়েছে তোমার ক্ষমতার প্রাচুর্য
আমায় করেছ নির্জীব, নিষ্প্রাণ, জড় পদার্থ ..

তোমায় একটু ভালোবাসার বিনিময়....
তোমার প্রতিদান এত কিছু "!!

সত্যিই মহৎপ্রাণ তুমি......

ধন্যবাদ তোমায়...অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.