নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদেরকে ঘৃনা করার সময় পাই না,যারা আমাকে ঘৃনা করে; কারন আমি তাদের নিয়ে ব্যস্ত,যারা আমাকে ভালোবাসে ।

মোঃ আরিফুজ্জামান

মোঃ আরিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

একাকীত্বতা

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

একা...
বড্ড বেশি একা লাগে ..
অনেক বেশি ..
কিন্তু কাকে বলব?
আকাশের তারা গুলো ও অনেক ব্যস্ত ..
ওরা তো কথা বলবে না আমার সাথে..
শেষমেশ একলা ছাদের নির্জনতাকেই পেলাম..
সঙ্গী হিসেবে খুব ভালো ও..
আমায় সব সময় আগের মতই ভালোবাসে ৷
আমিও খুব বিশ্বাস করি ওকে..
সবাই আমায় ছেড়ে চলে গেলেও
ওই একলা ছাদ টা আমায় কখনও ছেড়ে যাবে না ..
আমার অবুঝের মত ফেলা লোনা পানি গুলো ..
ও প্রতিবারই খুব আপন মনে শুষে নিবে ৷
তাইতো যখনই কষ্টগুলো কুড়ে কুড়ে খায় ..
আমি ছুটে যাই একলা ছাদটায়..
রাতের নিকষ আঁধার, নিষ্ঠুর শীতল হাওয়া ও যোগ দেয়..
ওরা কখনো বদলে যায় না,
বদলাবার নয় ওরা..
সময় ওদের কখনও বদলে দেয় না..
নিকষ আধার টা,পাঁজরের শেষ শক্তি টুকু শুষে নেয়..
শীতল হাওয়ায় আমার আর্তনাদ গুলো কোথায় ভেসে যায় জানি না...
আর তারপর..
তারপর আমি চুপ হয়ে যাই..
একদম নিশ্চুপ ..
ভয়াবহ নিঃশব্দতা ভর করে তখন..
আমি বিদায় জানাই ওদের..প্রতিদিনই
ওরা জানে,আমি আবারও ফিরে আসবো ..
তবুও যাওয়ার সময় বলে দেয়..
"কখনও ছেড়ে যেও না ...ফিরে এসো প্রতিবার ৷ বড্ড বেশি ভালোবাসি তোমায় ৷"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.