![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় নিয়ে কবিতা লিখি না বেশ অনেক দিন হল ...
আসলে,লিখতে নিয়ে ই লেখা হয় নি,
বিন্দু বিন্দু অনুভুতির আক্রোশ ,
হয়তো এই গুটিকয়েক শব্দের জালে বোধগম্য হবার নয় ৷
তুমি হয়তো ভাবো,আমি অনুভুতিহীন নিরস পাথর
ভাবতেই পারো...
চোখে চোখ রেখেছিলে হয়তো..
তার মাঝে,অতল সমুদ্র টা কি দেখেছিলে কখনো?
কখনো কি জেনেছিলে? তোমার খানিক অভিমানেই সে সমুদ্র আমার কপোল ভিজিয়ে দেয়?
প্রতিবার ক্ষমা চেয়ে কি প্রকাশ করতে চাও তুমি??
আমায় কতটা ভালোবাসো?
নাকি দেখতে চাও,আমি কতটা ক্ষমাশীল?
পরীক্ষা নিতে চাও আমার ধৈর্যের??
আমার অবুঝ প্রশ্নের উত্তর গুলো তোমার কাছেই জমা থাক....
আমি না হয় চাঁদ আর মেঘের সাথেই লুকোচুরি খেলবো।
©somewhere in net ltd.