![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল বিকালে পাশের বাসার বড় আপুর সাথে বেশ অনেকক্ষণ কথা হল ৷ আড্ডার ছলে বেশ অনেক কিছু শিখলাম ওনার কাছে থেকে ৷
বেশ খোলামেলা ,সাধারণত আমরা যাকে বলি free, ঠিক তেমন কথা বার্তাই হচ্ছিল ৷ পুরো কথায় উনি যা বললেন তা আমার মত teen ager দের জন্য বেশ কার্যকরী ৷ বড় দের কারো কারো কাছে ব্যাপার গুলো বিরক্তিকর ঠেকবে ;কারো কাছে হয়তো মজার ৷ তবে আমার মনে হল কথা গুলো শেয়ার করা দরকার ৷ অনেকে হয়তো বয়সের আগেই অনেক matured ..তাদের এ বিষয়ে বিভিন্ন মতামত থাকতে পারে
আমি শুধুমাত্র আমার মতাদর্শটাই লিখছি ৷ কে কিভাবে নিচ্ছে সেটা আমার কাছে অপ্রধান ৷
মানুষ মাত্রই আবেগ ৷ অন্যান্য প্রাণীর আবেগ কম ৷ তাই ওরা একে অপরকে শিকার করে খেতে পারে ,বেঁচে থাকতে পারে ৷ প্রাকৃতিক চাহিদা মিটে গেলে একে অপর কে ছেড়ে ও আসতে পারে ৷ ওদের অস্তিত্ব রক্ষার জন্য আবেগ না থাকা টা অপরিহার্য ৷
কিন্তু মানুষ (Homo Sapiens) এর ক্ষেত্রে ব্যাপারটা পুরোই উল্টো ৷
ভৌত দিক থেকে আমরা বলি পানির অপর নাম জীবন,অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না ইত্যাদি ৷
কিন্তু সত্যি বলতে আবেগ,ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না ৷ ওটা অক্সিজেন বা পানির চেয়ে ও বেশী শক্তিশালী ৷
আবেগ ,ভালোবাসা নিয়ে আমরা বলি হৃদয় বা হার্ট এর কথা ৷ আসলে আবেগের ক্ষেত্রে হার্ট এর কোন কাজ ই নেই ৷ আমাদের আবেগ বা ভালোবাসার অনুভূতি পুরোপুরি নিয়ন্ত্রণ করে #ডোপামিন নামক এক হরমোন ৷ এটা সয়ংক্রিয় ৷ অর্থাৎ আমাদের নিজের কোন ক্ষমতা নেই এটা নিয়ন্ত্রণ করার ৷ যার এ হরমোন যত বেশী নিঃসৃত হয় সে তত বেশী আবেগী ৷ অর্থাৎ তার আবেগের বহিঃপ্রকাশ ঘটে বেশী ৷ এর সাধারণত স্বপ্ন বিলাসী হয় ৷ বাস্তববাদী কোন কথা এদের মাথায় ঢুকলেও তা বেশীক্ষণ স্থায়ী হয় না ৷ ডোপামিন হরমোন তার বোধ শক্তি নিষ্ক্রিয় করে দেয় ৷ তাই তারা ভালোবাসায় পাগল থাকে এবং কোন কারণে সে সম্পর্ক স্থাপন না করতে পারলে বা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেলে এরা হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে যায় এবং মানসিক ভাবে খুব অস্বস্তি বোধ করে ৷ একে তারা বলে " বুকে বড় কষ্ট " বা "হৃদয় ভেঙে চুরমার " কিংবা "কষ্টে বুক ফেটে যাচেছ " ৷
আসলে এই সব কিছুই না ৷ পুরোটাই আপেক্ষিক ৷
......(চলবে).............
পড়তে বিরক্ত লাগতে পারে ৷ তবু আমার মনে হল লেখা উচিত ;তাই লিখলাম ৷
©somewhere in net ltd.