![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরিশাল: প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করেছে তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশালের আদালতে এ ব্যাপারে মামলা হয়েছে।
সোমবার মামলাটি করেছেন কলেজ ছাত্রের বাবা আলাউদ্দিন খান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রামনদিয়া গ্রামের বাসিন্দা।
মামলায় একই গ্রামের নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা ও স্ত্রী খাদিজা বেগমকে আসামি করা হয়েছে।
অভিযোগ গ্রহণ করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির।
মামলার বাদী আলাউদ্দিন খান জানান, তার ছেলে রফিকুল ইসলাম বাবুগঞ্জ শের-ই বাংলা ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা।
শেষ পর্যন্ত নিপাকে বিয়ে করার জন্য রফিকুলকে প্রস্তাব দেয় নূর মোহাম্মদ আকনের স্ত্রী ও নিপার মা খাদিজা বেগম। কিন্তু রফিকুল তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় তারা।
এ ঘটনার জের ধরে গত ১২ জুলাই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে লোকজন নিয়ে রফিকুলকে অপহরণ করে খাদিজা বেগম ও নিপা।
পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়েছে।
তথ্যসুত্রঃ টাইমস ওয়ার্ল্ড২৪
২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
আহলান বলেছেন: ব্যাটা তো সৌভাগ্যবান দেহা যায় .... ইসসস আমগো ক্যান যে এমন হৈলো না ..
৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
ময়নামতি বলেছেন: না কোন অন্য কিছু খবর নিয়া দেখেন.............................
হয়ত ভিতরেরটা জায়েজ করার জন্য ও তো এমটা হতে পারে।
মাঝে মাঝে এই জাতিয় খবর দিয়েন কারন এই বলগ তো এখন পত্রিকা অফিস বানাইয়া ফেলেছেন....
৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
মোমেরমানুষ৭১ বলেছেন: ইশ এমন চান কপাল কয়জনের হয়!!
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
সাদা রং- বলেছেন: তথ্যসুত্রঃ টাইমস ওয়ার্ল্ড২৪, এটা কোন দেশের পত্রিকা?