![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা সাধারণ সম্পাদক হন তারা ক্রমাগতভাবে অসত্য কথা বলেন। একটি হাদিস আছে, যদি কেউ অসত্য কথা বলে তাহলে তার আয়ু কমে যায়।
“আমরা দেখেছি বিএনপির সমস্ত মহাসচিব অকালে মৃত্যুবরণ করেছেন। এর সঙ্গে ক্রমাগত অসত্য বলার কোনো যোগসূত্র আছে কিনা সেটি ভাববার বিষয়। তবে অতীতের মহাসচিবদের মতো তার (মির্জা ফখরুল) পরিণতি যেন না হয় সেটি আল্লার কাছে প্রার্থনা।”Link
২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: পাপীরা বেশি দিন বাচে.. জানেনতো ?
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
বাঙ্গাল৭১ বলেছেন: কথাটা কিন্তু ফেলনা না ।
কে এম ওবায়দুর রহমান
আব্দুস সালাম তালুকদার
মান্নান ভূইয়া
সর্বেশেষ খন্দকার দেলওয়ার হোসেন
বিদ্র: কারো মৃত্যু নিয়ে এধরেনর মন্তব্য ঠিক নয় । হায়াত মওত আল্লার হাতে।