![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে বিটিআরসিতে গেলাম গাড়ির রেজিস্ট্রেশান ও নাম্বার প্লেট আনতে। গিয়ে দেখি বিশাল লম্বা লাইন।সেই বিআরটিসি গেট থেকে কচুক্ষেত চলে গেছে। ভয় পাইলাম সারাদিন ও মনে হয় পারমু না।বাপ আমারে আজকে দিব ঝাড়ি ক্যান সকাল ৫ টায় গেলাম না। কিন্তু সাহস হারাইলাম না। জানি সামনেই আছে মুশকিল আছান করার সোনার ছেলে।৮০০ টাকা দিলাম হইয়া গেল।সময় লাগলো ১ ঘণ্টা। আমার মত এমন অনেক ভুগতভুগি আছেন যারা বিআরটিসি তে যাতায়াত করেন এবং টেনশন করেন। তাদের মধ্যে অনেকে আবার আমার মত দুর্নীতিকে প্রসয় দেন। যাইকগা আসল কথা কই। এই সব সোনার ছেলেদের আমরা সাধারন ভাষায় বলি দালাল।
দালাল শব্দের ইংলিশ হল medium , বাংলাদেশ সহ সব দেশেই দালাল দেখেতে পাওয়া যায়। তাদের সম্মান ও ইনকাম অনেক।তাই বলে আমাদের দেশে এইটা ভাবা ভুল।আমাদের দেশে এক এক জায়গায় এক এক রকম দালাল দেখতে পাওয়া যায়।
বর্তমান যুগে দালাল ছাড়া কিছু করা যায় বলে কাও চিন্তা করে না। সব কিছু তে লাগে দালাল।সরকারি কামে বেশি লাগে।বিদেশ যাইবেন ধরবেন দালাল। জমিজমা বেচতে গেলে লাগে দালাল।কিনতে গেলেও আসে দালাল।চাকরি পাইতে গেলে দালাল।খেলা দেখেতে গিয়া ও মানুষ দালালে খোঁজ করে। পোলাপাইন টিউশনি করব তাও মাঝে মাঝে লাগে দালাল। আবার যারা হোটেলে হোটেলে গিয়া খারাপ কাম করে ওরাও দালাল খুজে।আজব বেপার হইল আইবার গরু কিনতে গিয়াও দেখলাম দালাল। সব জায়গায় এখন দালালদের অবাধ বিচরন।সামুতেও বাদ নাই।সামুতে আছে আওয়ামী দালাল বিএনপি দালাল আর আছে জামায়াত দালাল। তাদের শিক্ষাগত যোগ্যতার জন্য অবশ্য দালাল নামে কেউ ডাকে না।ডাকে যথাক্রমে বাল, হনু এবং ছাগু। তাহারা কেউ গালি দেয় না।নিজ নিজ কর্মে উজ্জলতার সাথে কাজ করে।নিজ দলের খারাপ দিক দেখেতে পায় না।সব সময় খারাপে ও ভাল বলে। অনেক টাকা পায় নাকি শুনছি। যাইকগা মানুষ এখন অনেক স্মার্ট। পোলাপাইন এখন কেউ জব করতে চায় না।৯-৫ টা চাকরি কার ভাল লাগে? কত খাটনি ! কিন্ত কম্পিউটারে সামনে নেট নিয়া সারাদিন ফেছবুকে সামুতে বসে কটা লাইন লিখেলে যদি টাকা পাওয়া যায় তাইলে দরকার নাই এমন চাকরি।
সুতরাং সামুর দালাল ভাইরা কেউ যদি আমারেও সামুতে দালালি করার একটা আইডিয়া দিতেন। আমি শুরুতে আল্প টাকায় করতে রাজি আছি
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পরার জন্য
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৪
পথহারা নাবিক বলেছেন: ৮০০ টাকা!! আপনারে বলদ বানাইছে!! সব সময় ৩০০ টাকা নেয়!!
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: এইটা কি কইলেন ভাইজান।পরের বার গেলে আপনের লগে যোগাযোগ করমু
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৬
রাজীব দে সরকার বলেছেন:
রচনার নাম 'দালালের যত গুণ'
হেঃ হেঃ
আমাকেও ৭০০ টাকা বলেছিলো
দেই নি, ৬ ঘন্টা দাঁড়িয়ে নিয়ম মোতাবেক কাজ করিয়েছি
ফেল্ট হ্যাপী ইনসাইড অ্যান্ড দ্যাট ইজ অল!
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: আপনি মানুষ না মেশিন??
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
ঢাকাবাসী বলেছেন: অপদার্থ দুর্নীতিবাজ মন্ত্রনালয়ের গর্ধভ মার্কা অযোগ্য আমলাদের বস্তাপচা নীতির জন্য এখানে এসব দালাল তথা দুর্ণীতির সৃস্টি! আরো দু তিনটা এরকম অফিস তৈরী করলেই এত লম্বা লাইন আর ঘুষ হয়না! কিন্তু তাতে যে তাদের আমদানী কমে যাবে!
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: সহমত
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
হেডস্যার বলেছেন:
খিক খিক খি.....
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: ভাই কি হাসলেন না কাশলেন ?
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
বেকার সব ০০৭ বলেছেন: সামুতে আছে আওয়ামী দালাল বিএনপি দালাল আর আছে জামায়াত দালাল। এককে বারে আমার মনের কথা ক্ইছেন, তয় (১৮+) দিয়া একটা কাজের কাজ করছেন পোস্ট হিট
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: াবলাম অনেকে গালি দিবো আমারে তাই ১৮+ লাগাইছিলাম। মাগার কোনও বাল হনু র ছাগু আইলই না
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৬
নীলতিমি বলেছেন: হা..হা..
ভালোই বলেছেন ভাই। এক্কেরে পাকা আর বাস্তব কথা! পিলাচ