নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন চাত্র।আমি শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ পড়ি।

ছাত্র

mdabul4579

আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি

mdabul4579 › বিস্তারিত পোস্টঃ

আসুন মানুষের পাশে দাড়াই

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

In4mers Media

" একটা শীতের কাপড় হবে, পুরাতন হলেও চলবে"

মানুষ মানুষের জন্য সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি। এখন আমাদের ছোট্ট পদক্ষেপটি বাস্তবায়ন করার সময় হয়েছে। এবার আমরা দাঁড়াবো শীতার্তদের পাশে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব। অন্তত কয়েকটি অসহায় মানুষের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা। আমাদের উদ্দ্যোগ এবারের শীতবস্ত্রহীন ছিন্নমূল এতিম শিশু ও অসহায় মানুষের জন্য কিছু শীতবস্ত্র সংগ্রহ করব। আমাদের মূল লক্ষ্য গরম জামা-কাপড়, কম্বল ও অর্থ সংগ্রহ। যে যাই পারি আমরা সাহায্য করব। তাই আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, প্রসারিত করি সাহায্যের হাত, রচনা করি মানবিক সম্প্রীতির সেতুবন্ধন।

সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন: টাকা, জামা-কাপড় ইত্যাদি।

সাহায্য সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের কার্যক্রম :
১- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনুমতি সাপেক্ষে তহবিল সংগ্রহ।
২- বড় বড় শপিংমল গুলোতে গিয়ে অর্থ সংগ্রহ করব।
৩- নিজেদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও আশে-পাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব।

উপরোক্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপনি আগ্রহী থাকলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন,দয়া করে সবাই এগিয়ে আসুন।

## কিছু স্বেচ্ছাসেবক বন্ধু দরকার যারা নিজেদের অহংকার ত্যাগ করে রাস্তায় নেমে আমাদের সাথে কাজ করবে শুধুমাত্র কিছু ভাই-বোনদের মুখের হাসির জন্য।
আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।
এখুনি সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রতিনিধিদের সাথে।
• Cell No : +8801731 741 741, 01910787002, 01733159533

# প্রবাসী ভাইয়েরা নিচের অনলাইন একাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে সাহায্য সহযোগীতা করুন।
ব্যাংক একাউন্ট নামঃ রুপসা
একাউন্ট নম্বরঃ 4505 (যে কোন ব্রাঞ্চ থেকে অনলাইনে জমা দেয়া যাবে)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ , বরগুনা ব্রাঞ্চ

# আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিঙ্ক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা পালন করুন।

## দেশের বন্ধুরা নিচের দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে ও বিকাশ এর মাধ্যমে অর্থ সহায়তা করতে পারেন।
• বিকাশঃ +8801731 741 741

যারা সহযোগিতা করতে চান অথবা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান তারা নিচের যেকোন একটি নম্বরে যোগাযোগ করুনঃ

** হাবিব -01731 741741
** এম রহমান – 01910 787 002
** বায়জিদ - 01733 159 533
আমাদের স্লোগান হোক " একটা শীতের কাপড় হবে, পুরাতন হলেও চলবে"

****কি কি পাঠাতে পারবেনঃ
# যে কোন বস্ত্র, শাল অথবা চাঁদর,মোটা কাপড়, শীতের টুপি ইত্যাদি,
‪#‎অন্তত‬ একটি শীত বস্ত্রের সমমানের আর্থিক সহায়তা,
‪#‎অর্থাৎ‬ গরম জামাকাপড় কিংবা বস্ত্র কেনার টাকা, যে যাই পারেননা কেন এগিয়ে আসুন নিজ নিজ সাহায্য নিয়ে।

আমাদের এই যাত্রাপথের সঙ্গী হতে চাইলে এ পেজে ও গ্রুপ এ একটিভ থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.