![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
জিম্বাবুয়ে ক্রিকেটের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পড়ে যখন বাংলাদেশের সাথে কোন দল খেলতে চাইতোনা এই জিম্বাবুয়ে আমাদের সাথে খেলত। ওরা তখন ওয়ার্ল্ড ক্লাস টিম ছিল আমাদের ম্যাচের পর ম্যাচ হারাত তারপরও খেলত। যেখানে পাশের দেশ ইন্ডিয়া যেখানে আজও আমাদের সাথে হোম সিরিজ খেলল না। সেদিন বাংলাদেশ নামক নতুন দুর্বল খর্ব শক্তির দলের সাথে অ্যান্ডি গ্র্যান্ট ফ্লাওয়ার গুডউইন হিথ স্ট্রিকরা না খেলত ,আমাদের আঘাতের পর আঘাত দিয়ে শক্ত হওয়ার প্রেরণা না দিত তাহলে আজকে বাংলাদেশ কখনোই এ পর্যায়ে উঠে আসত না। আজ তাই জিম্বাবুয়ের সাথেও আমরা আছি। বড়লোক অহংকারী প্রতিবেশীর চাইতে আফ্রিকার সে দেশের কালো সরলতা মাখা মুখগুলো আমাদের বেশি আপন
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
নেবুলাস_স্কাই বলেছেন: জিম্বাবুয়ের প্রতি শ্রদ্ধা। আফ্রিকার জিম্বাবুয়ে, কেনিয়া এবং ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের "ওয়েস্ট ইন্ডিজ" এই দলগুলো সবসময়ই আমার প্রিয় । এরা সহজ সরল,জটিলতা কূটিলতা নেই,আনন্দ উপভোগ করে নিজেদের মতই। মায়াভরা মুখ সকলের।
মাঠে ওরা ভাল পারফরম্যান্স করলে আমাদের উচিৎ হবে, যথাযথ সম্মান দেয়া।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: ভালো বলেছেন।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
রাখালছেলে বলেছেন: হক কথা
৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮
ঈশান হাওয়া বলেছেন: ঠিক
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭
কলমের কালি শেষ বলেছেন: আমরা অতিথি পরায়ন জাতি । আমাদের এইটা ভুলে গেলে চলবে না ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই সহমত ...
আর একটা কথা বাংলাদেশ যে রেকর্ড গুলি করছে , সব গুলি ই বিশ্বমানের এখানে "জিম্বাবুয়ের মত দল বলে , বা জুম্বাবুয়ের মত দল বলেই না এত " এই ধরনের মন্তব্য র ও অবকাশ নেই , কারন এই জিম্বাবুয়ের সাথে অনান্য দল ও খেলেছে তারা কেন পারে নী ?
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪
সোহেল মাহমুদ বলেছেন: সত্যিই ভাল বলেছেন।
ধণ্যবাদ আপনাকে। সহমত।