![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
শূন্যতা
সামনে শূন্যতা
পিছনে শূন্যতা
আগে শূন্যতা
তারপরেও জীবনের পথ চলা।
বলায় শূন্যতা
চলায় শূন্যতা
কর্মে শূন্যতা
মর্মে শূন্যতা
তারপরেও জীবনের পথচলা।
এত কিছুর পরও জীবন চলে নিরবধি,
জীবনের ধাক্কা থেকেই মানুষ পায়-
চলার পথের গতি।
একদিন শূন্যতা থেকাই আসে গতি,
মানুষ খুজে নেয় চলার পথের প্রকৃতি।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একদিন শূন্যতা থেকাই আসে গতি,
মানুষ খুজে নেয় চলার পথের প্রকৃতি।+++++
সুন্দর কবিতা। কবিতা পাঠে ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
সুফিয়া বলেছেন: শূণ্যতা থেকেই আসে গতি ----সুন্দর কবিতা। ভালো লাগল।