![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
দেশ
সুজলা-সুফলা,শস্য-শ্যামলা
বাংলার জমিন,
নদ-নদী,পাহাড়-পর্বত
আরও কত কি এর মাঝে শামিল?
এই দেশ নিয়ে রচিত হইয়াছে
কত কবিতা,কত গান
এই দেশেই খুঁজে পাওয়া যায়
শত শত মেধাবী সন্তান।
শত বিপদের মাঝেও-
এই দেশের মানুষ বলীয়ান।
শত অভাবের মাঝেও-
এই দেশের মানুষ মহীয়ান।
এই দেশকেই ভালোবেসে
মানুষ দিয়া গেছে অকাতরে প্রান!
কত মানুষ বইয়া এনেছে
আন্তর্জাতিক সুনাম।
এই দেশেই রয়াছে
শত শত গোপন খনি,
তা দিয়াই মোরা
হতে পারি অনেক ধনী।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২
রুপম হাছান বলেছেন: অসাধারণ। লাইকস।