![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
বাংলাভাষার দাবিতে সৃষ্টি হইছিল একুশের।আজ সে একুশ এসেছে আবার ফিরে।একুশ আমাদের কাঁদায়,অনুপ্রেরনা দেয়,আর দেয় সাহস।একুশ আমরা এখন যেমন ধারন করছি ,এরকম করেই যেন পরবর্তী দিন গুলো ধারন করতে পারি। কবিতার ভাষায় বলা যায়-
একুশ মানে
বাঙালি জাতির অহংকার
একুশ মানে
লাখো শহীদের বীরত্ব গাঁথা
একুশ মানে
শহীদমিনারে ফুল দেয়া
একুশ মানে
বাংলাভাষা প্রতিষ্ঠার লড়াই।
ফিরে ফিরে আসে একুশ
অনেকদিন পর পর
শিখায়া যায় আমাদেরকে
শুদ্ধ ভাষা নাই আমাদের ভিতর।
যার জন্য এত কিছু
করল আমাদের শহীদেরা
সেই ভাষার কি মর্যাদা দিলাম?
আমাদের মত অকৃতজ্ঞরা।
©somewhere in net ltd.