![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
মায়ের ভাষাই মাতৃভাষা,
আশার আলোয় জ্বলে উঠে
সেই ভাষাকেই ভালবাসা।
মাগো তোমার কোলে,
মাগো তোমার বোলে,
আমার নিজের ভাষা শেখা,
নিজের ভাষা বলতে মাগো
কত শান্তি ভালবাসা।
বাংলা ভাষায় জনম মাগো
বাংলা ভাষায় মরতে চাব,
এই ভাষারই জন্ন মাগো
কত শহীদ রক্তে ভাসা।
কত মায়ের বুক যে হল খালি
কত মায়ের চোখ অস্রুভেজা।
এত কিছুর পর হল সৃষ্টি
ঝরল বাংলা ভাষার বৃষ্টি,
লিখা হল ইতিহাস
শুরু হল বাংলাভাষার বিকাশ।
©somewhere in net ltd.