![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
সুখ
সুখ সুখ বলে আমি
হই উদাসীন,
এই ভাবে বলবে কি
যাবে কতদিন?
একদিন সব কিছু
শেষ হবে শেষ,
এ ভূবন ছেড়ে যাব
বেশ দূরে বেশ।
মহুয়ার মায়া রবে
সুখ মালা গাঁথা
কবরের মাঝে হবে
নিথর দেহ মাথা।
সুখ যদি জীবনে
নাই বার আসে,
চাইবনা আর কেউ
থাক মোর পাশে।
পাশে থেকে কি হবে?
বল দেখি শুনি,
সুখ ছাড়া এ জগতের
সবই হল শনি।
©somewhere in net ltd.