![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা টাকা টাকা
টাকা ছাড়া এই দুনিয়ায়
সবই যেন ফাঁকা!
টাকা ছাড়া হয় নাতো
কখনো কারো মূল্যায়ন
টাকা হলেই পর মানুষও
হয়ে যায় অতি আপন।
টাকা টাকা টাকা
টাকা ছাড়া সব কর্ম
হয় যে আঁকাবাঁকা।
টাকা টাকা টাকা
টাকা বিহীন জীবনটা
দুঃখ - কষ্টে আঁকা।
টাকা টাকা টাকা
টাকা ছাড়া ঘরের মানুষও
করে যে মুখ বাঁকা!
টাকা টাকা টাকা
টাকার জন্য পাগল মানুষ
হচ্ছে টাকার দাস
টাকার জন্যই ফেলছে সবাই
শুধুই দীর্ঘশ্বাস।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
আকাশ১৩ বলেছেন: টাকা ছাড়া জীবন ফাঁকা!!
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
এহসান সাবির বলেছেন: টাকা টাকা টাকা..........!!!!!!!!!