নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

জনসংখ্যা ৩২ কোটি!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

এরা সবাই কি পেয়েছে আমাদেরকে? আমরা গাধা না ছাগল? আমরা কি ঘাস খাই? যার যখন ইচ্ছে আমাদের মতামত; চিন্তা-ভাবনা; চাওয়া-না চাওয়া সম্বন্ধে মন্তব্য করে ফেলল। আমরা কি চাই আর কি চাই না, কি গ্রহণ করলাম আর কি প্রত্যাখ্যান করলাম তারা সেটা কি করে জেনে ফেলল?



দেশের একটা রাজনৈতিক দল বলে ‘জনগণ এটা সাদরে গ্রহণ করেছে’, তো অন্যদল বলে জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একদল বলে জনগণ সবসময় আমাদের সাথে আছে; তো অন্যদল বলে জনগণ শুধুই আমাদের। কেউ কিছু একটা করেই বলল ‘এটা জনগনের চাওয়ার-ই প্রতিফলন’, তো অন্যরা সাথে সাথেই বলল ‘এর মাধ্যমে জনগনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে’।

আর যদি জনগণ-ই হই তবে এইমুহুর্তে দেশের জনসংখ্যা কত? ভাবছেন এটা আবার কেমন প্রশ্ন; সবাই-ই তো জানে যে দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো কোটি! নাহ; বড় বেশি ভুল ভাবছেন! দেশের জনসংখ্যা সেই কবে বত্রিশ কোটি ছাড়িয়ে গেছে! আপনি শুনেন নাই আমাদের দেশের বড় দুটি রাজনৈতিক দল-ই দাবি করে দেশের ষোলো কোটি জনগণ আমাদের সাথেই আছে, দেশের ষোলো কোটি জনগণ-ই আমাদের শক্তি। যদি দুই দলের সাথে ষোলো কোটি করে জনগণ থাকে তবে দেশের জনসংখ্যা কত হলো? সহজ হিসেব – বত্রিশ কোটি! আর আমার-তোমার হিসেব বাদ-ই দিলাম; আমরা তো আর জনগণ না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.