![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন টা অন্যদের মত না।একদম ই আলাদা জীবন যাপন করি আমি।ছোট বেলা থেকেই আমি একাই থাকতে পছন্দ করি।একা বলতে বেশী মানুষ আমার ভাল লাগে না।অপরিচিত দের সাথে কথা বলতে একদমি ভাল লাগেনা।
স্কুল লাইফ এ সবার ই কম বেশী ফ্রেন্ড থাকে।কিন্তু স্কুল লাইফ আমার কোন ফ্রেন্ড ছিল না।প্রাইমারি বলেন কিংবা হাইস্কুল বলেন-কোন তাতেই আমার ফ্রেন্ড ছিল না।এখন কলেজ লাইফ এ
আছি।ইন্টার ১ম বর্ষ।এখনো কোন সেই ভাবে ফ্রেন্ড পাই নাই।
আমার কাছে মনে হয় কলেজ জীবনে ফ্রেন্ড ছাড়া একবারে অসম্ভব।
অন্তত পড়াশুনার বেপারে হেল্প এর জন্য ভাল ফ্রেন্ড এর অনেক অনেক প্রয়োজন।আমার ভাগ্যে ফ্রেন্ড আসে কিনা জানি না।
আমার আম্মা সব সময় বলেন যে উনি খুব খুশি যে আমার কোন ফ্রেন্ড নাই।ফ্রেন্ড দের সাথে বাহিরে আড্ডা দেই না ঘণ্টার পর ঘণ্টা!!
তাছাড়া একটি বিশেষ কারন আছে যে কারনে আমার আম্মা আমার ফ্রেন্ড নাই সে জন্য খুশি।
কারন টা খুব কষ্টের!আমার ছোট মামা মারা গেছেন।এটা সাধারন মৃত্যু না।আমার মামা কে মানুষ মেরে ফেলেছে।আমার মামার অনেক শখ ছিল চা বাগান করা।এই জন্য তিনি চা বাগানের জন্য জায়গাউ কিনেছিলেন পঞ্চচগর এ ।কিন্তু পরিবার এর কারনে উনাকে জায়গা টি বিক্রি করতে হয়েছিল একজনার কাছে।বিক্রি করার পর একদিন জায়গা বিক্রি যার কাছে করছিলেন তার কাছে মামা উনার বাকি ৮ লক্ষ টাকা আনতে গিয়েছিলেন।সেদিন ছিলেন শুক্র বার। নামাজের পর উনি টাকা আনতে গিয়েছিলেন।আর ওখানেই উনাকে অপহরণ করা হয়েছিল।প্রায় এক মাস খুজা খুজির পর মামার লাশ পুলিশ খুজে পায়।
বর্তমানে সি আই ডি এই খুনের মামলা টি পর্যবেক্ষণ করতেছে।
আমাদের সবার আশা আল্লাহ্ ওই খুনি কে যথাযত শাস্তি দিবেন।সব কিছু আমরা আল্লাহ্র উপর ছেড়ে দিয়েছি।মামার এই খুন হওয়ার পিছনে মামার কিছু বন্ধুর হাত রয়েছে।এই জন্য আমার আম্মা বন্ধু পছন্দ করেন না।যদিও জানি সবাই একরকম হয় না।তারপরও মা এর মন।এমন ভাবাতাই স্বাভাবিক।
উপর মহলে টাকা ধেলে অনেক বাচার সেস্থা করছে খুনি।কিন্তু আমাদের সকলের আশা যে একদিন না একদিন খুনি ধরা পরবেই।এই জীবনে না হক মৃত্যুর পরের জীবনে আল্লাহ্ ওই শয়তান কে শাস্তি দিবেন।
আপনাদের সকলের কাছে একটাই চাওয়া আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ্ আমার মামা কে জান্নাতবাসি করেন।
©somewhere in net ltd.